তিরুপতি মন্দিরে (Tirupati Temple) ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, শুক্রবার সকালে আচমকাই আগুন লেগে যায় মন্দিরের পাশের একটি দোকানে। আর তারপরই গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, দেব দেবীর ছবি তৈরি হয় ওই দোকানে। তবে অগ্নিকাণ্ডের জেরে পুণ্যার্থীদের মন্দিরে ঢোকা বর্তমানে বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি আগুন নেভানোর কাজও চলছে জোর কদমে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরের পাশে আগুন লেগে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Brigade) বেশ কয়েকটি ইঞ্জিন। আপাতত জোরকদমে আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই মন্দিরে ঢোকার একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পুণ্যার্থীদের মন্দিরে ঢুকতে বারণ করে স্থানীয় প্রশাসন। তবে আগুন লাগার সময়ে মন্দিরের মধ্যে থাকা সকলকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু যে দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে, সেখানে বেশ কয়েকজন কর্মী ছিলেন। তাঁদের কোনও খবর এখনও মেলেনি।

তবে আচমকা কীভাবে ওই দোকানে আগুন লাগল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে দোকানে। তবে এদিন আগুনের তীব্রতা বেশি থাকার কারণে দমকলের অতিরিক্ত বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
