Friday, November 7, 2025

দ্রুত বে.আইনি চাকরিপ্রার্থীদের নাম প্রকাশ্যে আনার নির্দেশ! ফের আদালতের প্রশ্নের মুখে CBI

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে যুক্ত চাকরিপ্রার্থীদের নামও দ্রুত প্রকাশ্যে আনতে হবে। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) এমনই নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Special Court)। এদিন আদালত সিবিআই আধিকারিকদের সাফ জানান, নিয়োগ মামলায় যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁদের প্রকাশ্যে আনতে হবে। শুক্রবার সিবিআইকে বিচারক প্রশ্ন করেন, যাঁরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাঁদের নামে ইতিমধ্যে চার্জশিট (Chargesheet) জমা দিয়েছে সিবিআই। কিন্তু যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের নাম চার্জশিটে কোথায়? তাঁরাও তো আইন ভেঙেছেন। তাঁরাও সমান দোষে দোষী। এরপরই বিচারক নির্দেশ দেন, আগামী ২৩ জুন কেস সংক্রান্ত নথি নিয়ে আদালতে আসতে হবে সিবিআইকে।

শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। এই মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) এবং নীলাদ্রি ঘোষকে (Niladri Ghosh) আদালতে হাজির করানো হয়। তবে আগেভাগেই এই তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আর এদিন আদালত সিবিআইয়ের সেই চার্জশিট সংক্রান্ত ব্যাখ্যা চেয়েছিল। যা এদিন আদালতকে জানানোর কথা ছিল সিবিআই-র। সেই প্রসঙ্গে সওয়াল জবাব চলাকালীন নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের প্রসঙ্গ আদালতে উঠে আসে।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক প্রশ্ন করেন, কুন্তল, তাপস, নীলাদ্রিরা তো এজেন্ট। এঁদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু অনেকে এঁদের টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন। আবার অনেকে এমন আছেন যারা টাকা দিয়েও চাকরি পাননি। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের অবিলম্বে সামনে নিয়ে আসা হোক। তবে এদিন সিবিআই অবশ্য বিচারকের জবাবে স্পষ্ট করে কিছু জানায়নি।

 

 

spot_img

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...