Friday, January 9, 2026

দ্রুত বে.আইনি চাকরিপ্রার্থীদের নাম প্রকাশ্যে আনার নির্দেশ! ফের আদালতের প্রশ্নের মুখে CBI

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে যুক্ত চাকরিপ্রার্থীদের নামও দ্রুত প্রকাশ্যে আনতে হবে। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) এমনই নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Special Court)। এদিন আদালত সিবিআই আধিকারিকদের সাফ জানান, নিয়োগ মামলায় যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁদের প্রকাশ্যে আনতে হবে। শুক্রবার সিবিআইকে বিচারক প্রশ্ন করেন, যাঁরা টাকা নিয়ে চাকরি দিয়েছেন, তাঁদের নামে ইতিমধ্যে চার্জশিট (Chargesheet) জমা দিয়েছে সিবিআই। কিন্তু যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের নাম চার্জশিটে কোথায়? তাঁরাও তো আইন ভেঙেছেন। তাঁরাও সমান দোষে দোষী। এরপরই বিচারক নির্দেশ দেন, আগামী ২৩ জুন কেস সংক্রান্ত নথি নিয়ে আদালতে আসতে হবে সিবিআইকে।

শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। এই মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) এবং নীলাদ্রি ঘোষকে (Niladri Ghosh) আদালতে হাজির করানো হয়। তবে আগেভাগেই এই তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আর এদিন আদালত সিবিআইয়ের সেই চার্জশিট সংক্রান্ত ব্যাখ্যা চেয়েছিল। যা এদিন আদালতকে জানানোর কথা ছিল সিবিআই-র। সেই প্রসঙ্গে সওয়াল জবাব চলাকালীন নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের প্রসঙ্গ আদালতে উঠে আসে।

এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক প্রশ্ন করেন, কুন্তল, তাপস, নীলাদ্রিরা তো এজেন্ট। এঁদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু অনেকে এঁদের টাকা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন। আবার অনেকে এমন আছেন যারা টাকা দিয়েও চাকরি পাননি। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের অবিলম্বে সামনে নিয়ে আসা হোক। তবে এদিন সিবিআই অবশ্য বিচারকের জবাবে স্পষ্ট করে কিছু জানায়নি।

 

 

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...