Tuesday, May 6, 2025

Today market price: আজকের বাজারদর

Date:

Share post:

খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ১৮ টাকা কেজি , চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি দরে।

কুমড়ো কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে ৩০ টাকা কেজি,  টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকায়, বেগুন ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে ৬০ টাকা কেজি, ঢেড়স ৪০ টাকা কেজি, পটল ৬০ টাকা কেজি, ঝিঙে ৪০টাকা কেজি।

বিনস ৬০ টাকা কেজি, পালং শাক ১০-১৫ টাকা আঁটি, কল্মি শাক ৫ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি।

মাছ- মাংস

গোটা রুই মাছ কেজি প্রতি ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে, কাটা রুই মাছের দাম কেজি প্রতি ৪০০-৪৫০ টাকা, গোটা কাতলা মাছ ৩০০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাটা কাতলার দাম মঙ্গলবার ৪৫০-৫০০ টাকা কেজি, পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকা কেজি দরে, পার্শে মাছের দাম ৫৫০-৬০০ টাকা কেজি, বোয়াল কেজি প্রতি ৪০০-৫০০ টাকা, চিতল মাছ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা কেজি দরে, মাগুড় ৩০০-৪০০ টাকা কেজি।আমুদি মাছ ১০০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৮০-২৫০ টাকা কেজি, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৫০-৪০০ টাকা, মৌরোলা ৩০০-৩৫০ টাকা কেজি, ভোলা মাছের দাম ২৫০-৩০০ টাকা কেজি, ভেটকি মাছ ৫৫০-৭০০ টাকা কেজি, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি দরে, বাগদা চিংড়ির দাম ৪০০-৫০০ টাকা কেজি।

মোটামুটি ৪০০-৪৫০ গ্রামের ইলিশ কেজি প্রতি ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০-৭০০ গ্রামের ইলিশের দর ৮৫০-৯০০ টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,২০০-১,৫০০ টাকা কেজি দরে।

মুরগির মাংস (গোটা) ১৪০-১৫০ টাকা কেজি, চিকেন (কাটা) ১৮০-২০০ টাকা কেজি, পাঁঠা / খাসির মাংস ৭৫০ – ৮০০ টাকা কেজি।

spot_img

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...