Tuesday, August 26, 2025

ভাঙড়ের পর এবার ক্যানিং! চেন্নাই সফর বাতিল করে ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল

Date:

Share post:

শুক্রবারই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ে (Bhangar)। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ক্যানিংয়ে (Canning) যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। রাজভবন (Rajbhawan) সূত্রে খবর, শনিবার তড়িঘড়ি এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। সূত্রের খবর, শনিবারই রাজ্যপালের চেন্নাই (Chennai) যাওয়ার কথা ছিল। কিন্তু আচমকা তা বাতিল করে ক্যানিংয়ের অশান্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

শনিবার সকালেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং মনোনয়ন পর্বে ক্যানিং, ভাঙড় সহ একাধিক জায়গায় অশান্তির কথা উল্লেখ করেছেন। আর তারপরই তড়িঘড়ি ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন রাজ্যপাল। তবে এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি গতকালই বাসন্তী গিয়েছিলাম। সেখানে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা ওনাকে বলেছি। এদিকে ঘটনাস্থলে গিয়ে রাজ্যপালের ‘অবাঞ্ছিত’ মন্তব্যকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্যপালের মন্তব্যে বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিরোধীদের অক্সিজেন জোগানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।

অন্যদিকে, শনিবারই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনে অশান্তি, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে দুজনের আলোচনা হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট সময়ে রাজীব সিনহা ফোন করে রাজ্যপালকে জানিয়ে দেন যে তিনি স্ক্রুটিনির কাজে ব্যস্ত, তাই যেতে পারছেন না।

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...