পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এবং মনোনয়ন জানার পর থেকেই শাসকদলের বিরুদ্ধে লাগাতার হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রেকর্ড পরিমাণ মনোনয়ন জমা দিয়েছেন বিরোধীদলের প্রার্থীরা। এরপর মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপের অভিযোগে তুলেছে বাংলার ‘রামধনু জোট’। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে শাসকদলের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। ঘটনা হুগলির গোঘাটে।

গোঘাটের (Goghat) কুমুড়শা অঞ্চলের মথুরা এলাকায় মনোনয়ন প্রত্যাহারের জন্য শুধু চাপ সৃষ্টিই নয়, তৃণমূলের ওই মহিলা প্রার্থীকে রীতিমতো মারধর করা হয় বলেও অভিযোগ। এলাকার বাসিন্দা সুচিত্রা ভুঁই এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের (TMC) টিকিটে প্রার্থী হয়েছেন। সেই কারণেই নাকি সুচিত্রার বাড়িতে গিয়ে পল্টু খাঁ নামে এক BJP কর্মী তাঁকে মারধর করেন। সুচিত্রার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোঘাট থানার পুলিশ। শাসকদলের প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারের হুমকি এবং মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। যদিও গাজন উপলক্ষ্যে আত্মীয় বাড়িতে আসা মনসা খাঁড়া বলেন, বিজেপি কর্মী এসে মাইক বাজানো নিয়ে তাঁদের দুজন ছেলেকে মারধর করেন। তৃণমূলের প্রার্থী প্রতিবাদ করলে তাঁকে মারধর করে বিজেপি কর্মী পল্টু খাঁ।
আরও পড়ুন:কেষ্টপুরে মা এবং মেয়ের র*হস্য মৃ*ত্যু! প্রকৃত কারণ খুঁজতে মরিয়া পুলিশ
