সুপ্রিম কোর্টে ভর্ৎসিত মুন্ডিত মস্তক আইনজীবী তথা স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। জানা গিয়েছে, সোমবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় বিচারপতির এজলাসে যে ভঙ্গিমায় কৌস্তুভ বাগচী কথা বলছিলেন, তা আদালতের নিয়ম-বিধি ও শিষ্টাচার বিরোধী । সঙ্গে সঙ্গে বিচারপতি বিষয়টি নজর করেন। আদালতের বক্তব্য, এভাবে কোনো আইনজীবী বিচারপতির সামনে তার বক্তব্য রাখতে পারেন না। তাঁকে বক্তব্য রাখতে গেলে আদালতের নির্দিষ্ট নিয়ম এবং শিষ্টাচার মেনেই তা পেশ করতে হবে।

এরপরই বিচারপতি ওই আইনজীবকে রীতিমতো ভর্ৎসনা করেন বলে জানা গিয়েছে। বিচারপতি আইনজীবীকে সতর্ক করে দিয়ে জানিয়ে দেন ভবিষ্যতে নিয়ম না মানলে তাকে আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।প্রসঙ্গত, লোকসভা-বিধানসভার মতোই রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। গত, শনিবার আদালত ছুটি থাকায় ই-ফাইলিং করে মামলা দায়ের করা হয়েছে।
এরপর আজ, সোমবার শীর্ষ আদালতকে কমিশন বলে, “কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।” পরে রাজ্যের তরফেও এই একই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ মামলাটি ওঠে।
মঙ্গলবারই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে।
