চার পর্যটককে নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিক মহাসাগরে হারিয়ে গিয়েছে সাবমেরিন টাইটান। ওই সাবমেরিনের চার পর্যটককে ছাড়াও ছিলেন পাইলট। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খবর, প্রায় ৩৫ ঘণ্টারও বেশি সময় ধরে সাবমেরিনটির কোনও খোঁজ মিলছে না। আটলান্টিকের বুকে জোরকদমে চলছে তল্লাশি। রবিবারই সাবমেরিনটি জলে নেমেছিল। কিন্তু জলে নামার ঘণ্টা দুই পরেই স্থলভাগের সঙ্গে টাইটানের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে, নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে যাত্রা শুরু করেছিল সাবমেরিন টাইটান। জরুরি পরিস্থিতির জন্য ওই সাবমেরিনে ৯৬ ঘণ্টার অক্সিজেন মজুত ছিল। বিশেষজ্ঞদের অনুমান, ইতিমধ্যে বেশ কিছুটা অক্সিজেন ব্যবহার করা হয়ে গিয়েছে।

আরও পড়ুন- আইআইটি বম্বেকে প্রাক্তনীর শ্রদ্ধা, ৩১৫ কোটি টাকা দান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির
