বিয়ের পর শারীরিক সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর রায় দিল কেরালা হাই কোর্ট (Kerala Hogh Court)। ৪৯৮ A ধারায় বিয়ের পরে শারীরিক সম্পর্ক না করা নিষ্ঠুরতা নয়। তবে, হিন্দু বিবাহ আইনে সঙ্গম না করা নিষ্ঠুরতা! জানিয়েছে কেরালা হাই কোর্ট। ভারতীয় দণ্ডবিধির 498A ধারায় বিয়ের পর শারীরিক সম্পর্ক না করা নিষ্ঠুরতা নয়। কিন্তু হিন্দু বিবাহ আইনের 12/1A ধারায় শারীরিক সম্পর্ক না করা নিষ্ঠুরতা- পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের।

২০২০ সালের ফ্রেব্রুয়ারি মাসে কেরালা হাইকোর্টে এক বধূ তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানান, ২০১৯ সালে তাঁর বিয়ে হয়। মাত্র ২৮ দিন তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর থেকে শারীরিক সম্পর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেন স্বামী। ভালবাসা শারীরিক মিলনের মাধ্যমে নয়, আত্মার বাথরুমে হওয়া উচিত বলে জানান ওই মহিলার স্বামী। এরপরেই স্বামীর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হন ওই বধূ। সেই মামলার পর্যবেক্ষণে মঙ্গলবার চাঞ্চল্যকর রায় দেন বিচারপতি এম নাগপ্রসন্ন। বলেন, মহিলা বা অভিযোগকারীর একমাত্র অভিযোগ ছিল যে স্বামী তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাননি। অথচ ২৮ দিন যে তাঁদের শারীরিক মিলন হয়েছিলেন, তা হলফনামায় উল্লেখ করা হয়নি। এরপরেই বিচারপতি বলেন, হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী মহিলার অভিযোগ অবশ্যই নিষ্ঠুরতার। কিন্তু ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় এটি নিষ্ঠুরতার পর্যায়ে পড়ে না।

আরও পড়ুন- টাইটানিকের ধ্বংসা.বশেষ দেখতে গিয়ে উধাও সাবমেরিন টাইটান, খোঁজ চলছে আটলান্টিকে
