Monday, August 25, 2025

ঢালাও বদলি রেলে: গাফিলতি না থাকলে কেন এই পদক্ষেপ? প্রশ্ন কুণালের, খোঁচা শুভেন্দুকেও

Date:

Share post:

করমন্ডল এক্সপ্রেসে(kadmandal express) ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু মিছিলের পর দুই আধিকারিকের কথোপকথন প্রকাশ্যে এনেছিল তৃণমূল(TMC)। যেখানে দুর্ঘটনার কারণ হিসেবে অন্তর্ঘাতকেই দায়ী করেছিলেন দুই শীর্ষ অধিকারীক। প্রকাশ্য এসেছিল রেলের গাফিলতির কথা। যদিও সরকারিভাবে দায় স্বীকার আজও করেনি মোদি সরকার। সিবিআইয়ের(CBI) হাতে তদন্ত সঁপে দিয়ে ঝেড়ে ফেলা হয়েছে দায়। এরই মাঝে বৃহস্পতিবার বড়সড় রদবদল হলো রেলে। সেই তথ্য প্রকাশ্যে এনে প্রশ্ন ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানালেন, নিজেদের গাফিলতি না থাকলে এত বড় বদলি কেন? একইসঙ্গে অডিও ক্লিপ ফাঁস নিয়ে শুভেন্দুর যা বলেছিলেন, তার কতদূর এগোলো জানতে চেয়ে কটাক্ষ করলেন কুণাল।

জয়পুর, কলকাতা, প্রয়াগরাজ, গুয়াহাটির একাধিক শীর্ষ পদাধিকারীককে বৃহস্পতিবার বদলির নোটিশ দিয়েছে ভারতীয় রেল। আর সেই নোটিসের কপি টুইটারে তুলে ধরে রেলের দিকে আঙুল তুলে কুণাল ঘোষ লেখেন, “বালেশ্বরের বাহানাগা বাজারে তিন ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ও মৃত্যুমিছিলের পর আজ আচমকা রেলে ঢালাও বদলি। যদি নিজেদের গাফিলতি না থাকবে, তাহলে এতবড় বদলি কেন?” এর পাশাপাশি রেল দুর্ঘটনার পর দুই আধিকারিকের কথোপকথনের রেকর্ড প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ। যেখানে পরিষ্কারভাবে রেলের আধিকারিককে বলতে শোনা যায়, এই ঘটনা কোনোভাবেই যান্ত্রিক ত্রুটির জন্য নয়। পুরোপুরি গাফিলতির জন্য ঘটেছে।

সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আনার জন্য তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ওড়িশায় দুর্ঘটনাস্থলে গিয়ে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল কীভাবে দুই আধিকারিকের কথোপকথন প্রকাশ্যে এলো তার তদন্ত হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগও তুলেছিলেন শুভেন্দু। সে প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল লেখেন, “Hello গদ্দার, কেন্দ্রের সার্কুলার আমাদের কাছেও আসে। অডিও ক্লিপ ফাঁস নিয়ে যে এত হুমকি আর কাঠি দিলে, তার কিছু এগলো?”

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...