Wednesday, December 24, 2025

আদালত অবমাননা মামলায় কমিশনকে হলফনামা দিয়ে একাধিক তথ্য জানাতে হবে

Date:

Share post:

আদালত অবমাননা মামলার শুনানিতে শুক্রবার কমিশনকে হলফনামা পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ২৭ জুনের মধ্যে এই হলফনামা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। সেই হলফনামায় কমিশনকে জানাতে হবে, কেন ২০ হাজারের বেশি মনোনয়ন প্রত্যাহার হল? ক্যানিং-১ ব্লকের ২৭৪টি আসনে একটি দলের প্রার্থী কীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তার কারণও জানাতে হবে এই হলফনামায়। একইসঙ্গে মিনাখাঁর যে প্রার্থী সৌদি আরব থেকে মনোনয়ন জমা দেন, কীভাবে বিদেশে থেকে প্রার্থীপদে তিনি মনোনয়ন দিলেন তারও উল্লেখ করতে হবে হলফনামায়। এছাড়া চারদিকে নির্বাচনকে কেন্দ্র করে যে অশান্তির অভিযোগ উঠেছে, কমিশন কী ব্যবস্থা নিয়েছে, এই সব কিছু নিয়েও কমিশনকে হলফনামা দিতে দেবে।

রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আদালতে মামলা করেছিল বিজেপি ও কংগ্রেস। গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।কমিশন আদালতের নির্দেশ কার্যকর না করায়, নালিশ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্যের কংগ্রেস ও বিজেপি। প্রধান বিচারপতি তাঁদের মামলা দায়েরের অনুমতি দেন।যদিও গতকাল,বৃহস্পতিবারই আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করে রাজ্য।সেই অনুযায়ী প্রথমে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।ফলে বিজেপি-কংগ্রেসের অভিযোগ ধোপে টিকল না।
ওয়াকিবহালমহলের মত, পায়ের তলায় জমি না পেয়ে এবং রাজনৈতিকভাবে রাজ্য সরকারকে মোকাবিলা করতে না পেরেই শুধুমাত্র বিরোধিতা করার উদ্দেশে আদালতের দ্বারস্থ হয়ে , কার্যত মুখ পুড়ল বিজেপি-কংগ্রেস দুই দলেরই।

spot_img

Related articles

শান্তনুর ‘গুন্ডাবাহিনী’র বিরুদ্ধে মতুয়াদের মারধরের অভিযোগ মমতাবালার

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের আবহে সরগরম মতুয়াগড় ঠাকুরনগর। বুধবার শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ঘনিষ্ঠ 'বিজেপির গুন্ডা বাহিনী' দিয়ে মমতাবালা...

নাবালিকা ধর্ষণ-খুন ফের ডবল ইঞ্জিন ওড়িশায়: পথ অবরোধ করে বিক্ষোভ

ধর্ষণ খুনের মতো ঘটনা ওড়িশায় বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্রমশ বেড়ে চলেছে। এবার তেমনই নৃশংস ঘটনার...

বিজয় হাজারেতে রাজকীয় ব্যাটিং রোহিতের, শতরানে বিরাট রেকর্ড কোহলির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মা-বিরাট কোহলি (Virat kohli...

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। 'দুয়ারে বেনারসি' নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী...