Monday, January 12, 2026

জোট-বৈঠকে আপ-কংগ্রেস মন কষাকষি! সামাল মমতার, সাংবাদিকদের সামনে গরহাজির কেজরি

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে নজরে রেখে একজোট হচ্ছে বিরোধী শিবির। সেই লক্ষ্যেই শুক্রবার পাটনায় ১৭টি দল যোগ দিয়েছিল বৈঠকে। তবে বৈঠকে উপস্থিত থাকলেও বিরোধী নেতাদের সাংবাদিক বৈঠক এড়িয়ে গেলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এর কারণ অবশ্য কেন্দ্রের বিজেপি(BJP) সরকারের তরফে আনা কালো অর্ডিন্যান্স। বৈঠক শেষে আপের তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়, ‘সমমনস্ক দলগুলির’ বৈঠকে বহু নেতাই অনুরোধ করেছিলেন, কংগ্রেস(Congress) যেন সকলের সামনে এই ‘কালা কানুন’-র সমালোচনা করে। কিন্তু কোনও অনুরোধই কানে তোলেনি রাহুল গাঁধী, মল্লিকার্জুন খাড়্গের(Mallikarjun Kharge) দল।

বৃহস্পতিবারই হাত শিবিরকে কার্যত হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। জানিয়ে দেন, যদি কংগ্রেস ‘কালো অর্ডিন্যান্স’ ইস্যুতে সংসদে তাঁদের পাশে থাকার পরামর্শ না দেন তাহলে তাঁরা বৈঠক থেকে ওয়াক আউট করবেন। সেইমতো বৈঠকে যোগ দিয়ে সরাসরি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের বক্তব্য চানতে চান কেজরি। যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তারা বিষয়টি নিয়ে ভাবার সময় চান। এতে কংগ্রেসের ভুমিকায় রীতিমতো ক্ষুব্ধ হন কেজরি। এবং তখনই বৈঠক থেকে বেরিয়ে যেতে চান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আটকান এবং বৈঠকে থাকার আবেদন জানান। মমতার আবেদন মেনে বৈঠকের শেষ পর্যন্ত থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৈঠক শেষেই সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এরপরই আম আদমি পার্টির তরফে টুইট করে বলা হয়, “একটি জাতীয় দল হিসেবে কংগ্রেস সমস্ত ইস্যুতে কোনও না কোনও পক্ষ নেয়। এবার ‘কালো’ অর্ডিন্যান্সে’ও তাদের পরিষ্কার করে দিতে হবে তাদের অবস্থান। কংগ্রেসের এই নীরবতা তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।”

কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতা করে দেশের নানা রাজ্যে সফর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেখানে কংগ্রেস ছাড়া বাকি সব বিরোধী রাজনৈতিক দলের তরফে কেজরিকে জানানো হয়েছে তারা রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দিল্লিতে আমলাদের পোস্টিং ও বদলি করার সিদ্ধান্ত নেবে দিল্লি সরকারই। তার পালটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির পরেই তীব্র বিরোধিতা করেন কেজরিওয়াল। বাংলা-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সমর্থন চান। কিন্তু এই প্রসঙ্গে এখনও কিছুই বলেনি কংগ্রেস।

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...