Monday, January 12, 2026

ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে উল্টো সুর গাভাস্করের, কেন পুজারা বাদ প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের

Date:

Share post:

কেন ভারতীয় ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। এতদিন ভারতের সিনিয়র ক্রিকেটারদের অতিরিক্ত বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন গাভাস্কর। এর আগে বিশ্রাম নেওয়া নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের একহাত নিয়েছিলেন তিনি। আর এবার উল্টো সুর গাভস্করের গলায়। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে, একদিনের বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হচ্ছে না রোহিত, বিরাটদের। এর ফলে বিশ্বকাপে শারীরিক ভাবে সম্পূর্ণ ফিট অবস্থায় তারা নামতে পারবেন না বলে মনে করেছেন তিনি।

গতকালই প্রকাশিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিরুদ্ধে ভারতীয় দল। যেখানে টেস্ট ও একদিনের দলে রয়েছেন রোহিত,বিরাটরা। আর এরপরই গাভাস্কর বলেন,”ওদের বিশ্রাম দেওয়া উচিত। ১২ জুন ওরা শেষ খেলেছে। তারপর অন্তত ২০-২৫ জুলাই পর্যন্ত ওদের বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা হল না। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে তার আগে মাঠে নামতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তা হলে ওরা কত দিনের বিশ্রাম পেল? খুব বেশি হলে ২০ দিন। অন্তত ৪০ দিন বিশ্রাম দেওয়া উচিত ছিল।”

গাভাস্করের মতে, বিশ্বকাপে নামার আগে ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে ফুরফুরে থাকা উচিত। এই নিয়ে তিনি বলেন,” ৪০ দিন ক্রিকেট থেকে বাইরে থাকলে ওরা ফুরফুরে মেজাজে বিশ্বকাপে নামতে পারত। বিশ্বকাপে ভারতীয় দলে যারা থাকতে পারে তাদের প্রতি বেশি যত্ন নিতে হবে বোর্ডকে। খেলার ধকল সামলাতে হবে। কিন্তু সেই ধরনের কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ থেকে চেতেশ্বর পুজারার বাদ পরায় অবাক হয়েছেন গাভাস্কর। এই নিয়ে তিনি বলেন,” কেন ওকে বাদ দেওয়া হল? কেন ওকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা করা হল? পুজারা ভারতীয় ক্রিকেটের একজন সৈনিক। পুজারাকে বাদ দেওয়া হল আর বাকি যারা ব্যর্থ হয়েছেন তাদের রাখার যুক্তিটা কি?”

আরও পড়ুন:নতুন ভূমিকায় রায়না, খুলে ফেললেন একটি রেস্তোরাঁ


 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...