এবার পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে তৎকাল বিবাহ। হিন্দু ম্যারেজ অ্যাক্টে বদল ঘটিয়ে এবার রাজ্যে চালু হতে চলেছে তৎকাল বিবাহ ব্যবস্থা। বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সামাজিক বিয়ে শেষে আবেদন করলে রেজিস্ট্রির জন্য ৭ দিন সময় লাগে। তারপর অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নব বিবাহিত দম্পতি। এবার তা কমে ১ দিনের মধ্যে হয়ে যাবে। প্রসঙ্গত, দেশের মধ্যে প্রথম দিল্লিতে তৎকাল বিয়ে সর্বপ্রথম চালু হয়। ভারতবর্ষের অন্য কোনও প্রদেশে এই ব্যবস্থা চালু নেই। এবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে দেশের দ্বিতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এই তৎকাল বিয়ে।

প্রসঙ্গত, বর্তমান নিয়মে সামাজিক বিয়ের দিন অথবা তারও আগে যাঁরা রেজিস্ট্রি সেরে ফেলতে চান তাঁদের ন্যূনতম ৩০ দিন আগে (স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায়) আবেদন করতে হয়। এবার সেই ঝক্কি সামলাতে হবে না দম্পতিদের। তৎকাল বিয়ে চালু হয়ে গেলে বিয়ের একদিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন দম্পতি। এর ফলে অহেতুক সময় নষ্টের হাত থেকে বাঁচবেন নব দম্পতিরা। উল্লেখ্য, তৎকাল বিয়ে হবে শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। পঞ্চায়েত নির্বাচনের পরেই তা রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হবে। ছাড়পত্র চলে এলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। এর পাশাপাশি বিদেশে যাঁরা থাকেন তাঁদের জন্যও অনলাইনে রেজিস্ট্রির আবেদনের সুযোগ খুলে দিচ্ছে সরকার।


আরও পড়ুন- রাজীব সিনহাকে নিরপেক্ষ থাকার পরামর্শ রাজ্যপালের
