Monday, August 25, 2025

কোনও দু.র্নীতি বরদাস্ত নয়, পঞ্চায়েত আমরা নিয়ন্ত্রণ করব: তৃণমূল সভানেত্রী

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। সেখানে দিল্লি থেকে মোদি সরকারকে হটাতে বদ্ধ পরিকর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সে কারণে তার আগে পঞ্চায়েত ভোটে জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রথম পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়েছেন তৃণমূল সভানেত্রী। সোমবার, কোচবিহারের (Cochbehar) সভা থেকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ পঞ্চায়েতের বার্তা দিলেন মমতা। একইসঙ্গে জানালেন, এবার থেকে পঞ্চায়েত সরাসরি নিয়ন্ত্রণ করবেন তাঁরা। একই সঙ্গে পঞ্চায়েত ভোটে জিতে বাংলার বকেয়া আদায় করবেন বলেও হুঙ্কার দেন মমতা।

পঞ্চায়েত ভোটের আগেই প্রায় দুমাস কোচবিহার থেকে কাকদ্বীপ- সারা বাংলা চষে বেড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের পছন্দের প্রার্থীকে পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য অভিনব ভোটেরও ব্যবস্থা করেছিলেন তিনি। সভামঞ্চ থেকে সেই কথার উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “পঞ্চায়েত ভোটের আগে অভিষেক, ওর টিম গোটা রাজ্যে ঘুরেছে। ৯৯ শতাংশ আসনে প্রার্থী বাছাই হয়তো ঠিক হয়েছে। ১ শতাংশ কেউ কেউ আছে, যারা চুরিও করবে আবার টিকিটও চাইবে। সেটা আমরা দিচ্ছি না।”

এর পরেই কড়া বার্তা দিয়েছেন মমতা। তিনি সরাসরি বলেছেন পঞ্চায়েতে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এবার থেকে সরাসরি তারা পঞ্চায়েতে নজর রাখবেন বলে জানিয়েছেন তৃণমূল সভানেত্রী। তাঁর কথায়, “এবার আমরা পঞ্চায়েতকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি। এবার থেকে পঞ্চায়েত আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব। কাউকে চুরি করতে দেবেন না। কেউ টাকা চাইলে ছবি তুলে রাখবেন। তার পর আমাকে পাঠিয়ে দেবেন।” তৃণমূল সুপ্রিমো জানান, সরকারি পরিষেবা পেতে কাউকে কোনও টাকা দেওয়ার প্রয়োজন নেই। এটা সরকারের টাকা। কেউ যদি টাকা চান তাহলে সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলে শীর্ষ নেতৃত্বকে পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সভানেত্রী জানেন, পঞ্চায়েত ভোটে বিজেপিকে নিশ্চিহ্ন করে আগামী লোকসভা নির্বাচনে তাদেরকে দিল্লি থেকে গণতান্ত্রিকভাবে তাড়াতে হবে। দিল্লিতে আগামী লোকসভা নির্বাচনের পর যে নতুন সরকার গঠন হবে তাদের থেকে ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা-সহ বাংলার বকেয়া তিনি ফিরিয়ে আনবেন বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে জিতে বাংলার দাবি আদায় করবেন বলেও হুঙ্কার দেন মমতা।

 

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...