Sunday, November 9, 2025

সাম্প্র.দায়িক উস্কা.নি দিয়ে অশা.ন্তি ছড়ানো আটকাতে বকরি ঈদে কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে মধ্যেই বকরি ঈদ পালনের তোড়জোর চলছে রাজ্যে। রাজনৈতিক ফায়দা তুলতে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া কোনও রাজনৈতিক দল (Political Party) এলাকা ভিত্তিক অশান্তি থেকে সংঘর্ষ বাধাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে নবান্ন। সেই কারণেই আসন্ন ঈদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)।

সোমবার নবান্ন (Nabanna) থেকে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। ওই বৈঠকে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের সর্বত্র যাতে শান্তিতে ঈদ পালিত হয় সেজন্য পুলিশ (Police) প্রশাসনকে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। একই সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার পর্বে যাতে নতুন করে হিংসা না ছড়ায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে মুখ্যসচিব বলেন, বকরি ঈদের আগে কিছু জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে। যার মাধ্যমে ধর্মীয় বিভাজন করে ভোট পাওয়ার ষড়যন্ত্র করতে পারে কিছু লোক। এই চেষ্টা বন্ধ করতে হবে। অনেক সময় অনেক ছোটখাটো ঘটনাও বড় আকার ধারণ করে। তাই কোথাও কোন রকম গোলমালের খবর পেলেই পুলিশকে সক্রিয় হতে হবে। প্রত্যেক জেলার উত্তেজনাপ্রবণ এলাকা গুলোকে চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারিরও নির্দেশ দেন তিনি।

রাজ্যে রামনবমী হিংসার স্মৃতি এখনও টাটকা। একাধিক জায়গায় হামলা ও তাদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা সামলাতে বেগ পেতে হয় প্রশাসনকে। ভোটের আবহে বকরি ঈদকে কেন্দ্র করে যাতে একই ধরণের ঘটনার পূনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতেই এই তৎপরতা বলে খবর।

 

 

 

spot_img

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...