Sunday, August 24, 2025

কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে ভোটের ১১ দিন আগেও স্পষ্ট নয়

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, ভোটের ১১ দিন আগেও তার স্পষ্ট নয়। রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই।

এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলাভিত্তিক কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার তালিকা দেওয়া হল বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের। ক্যাটাগরি ভিত্তিক বাহিনী মোতায়েন তরজা শেষ হয়েছে। জেলাগুলিকে চূড়ান্ত মোতায়েন কথা জানানো হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এবার জেলাগুলিতে বাহিনী মোতায়েন শুরু হবে বলে জানিয়েছে কমিশন।কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ক্ষেত্রে স্পর্শকাতর অঞ্চল গুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনও পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনের যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলায় জেলায় এই মর্মে বিশেষ নির্দেশিকার রাজ্য নির্বাচন কমিশনের।

কমিশনের আর্জিতে ইতিমধ্যেই ২২ কোম্পানি বাহিনী রাজ্যে এসে গিয়েছে। তাদেরকে একাধিক জেলাতে মোতায়েনও করা হয়েছে। পরে আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি চালাচালি হলেও সমাধান সূত্র মেলেনি।

যদিও বুধবারের মধ্যেই দ্বিতীয় দফার ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। তাদের নির্দিষ্ট এলাকায় মোতায়েনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...