Sunday, January 11, 2026

কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে ভোটের ১১ দিন আগেও স্পষ্ট নয়

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, ভোটের ১১ দিন আগেও তার স্পষ্ট নয়। রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই।

এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলাভিত্তিক কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে তার তালিকা দেওয়া হল বিভিন্ন জেলার নির্বাচনী আধিকারিকদের। ক্যাটাগরি ভিত্তিক বাহিনী মোতায়েন তরজা শেষ হয়েছে। জেলাগুলিকে চূড়ান্ত মোতায়েন কথা জানানো হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে। এবার জেলাগুলিতে বাহিনী মোতায়েন শুরু হবে বলে জানিয়েছে কমিশন।কেন্দ্রীয় বাহিনী মোতায়নের ক্ষেত্রে স্পর্শকাতর অঞ্চল গুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনও পর্যন্ত এই পঞ্চায়েত নির্বাচনের যে যে জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জেলায় জেলায় এই মর্মে বিশেষ নির্দেশিকার রাজ্য নির্বাচন কমিশনের।

কমিশনের আর্জিতে ইতিমধ্যেই ২২ কোম্পানি বাহিনী রাজ্যে এসে গিয়েছে। তাদেরকে একাধিক জেলাতে মোতায়েনও করা হয়েছে। পরে আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি চালাচালি হলেও সমাধান সূত্র মেলেনি।

যদিও বুধবারের মধ্যেই দ্বিতীয় দফার ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। তাদের নির্দিষ্ট এলাকায় মোতায়েনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...