Tuesday, August 26, 2025

এনসিপির পোস্টার থেকে সরলো ভাইপো অজিত পাওয়ারের নাম!

Date:

Share post:

টালমাটাল অবস্থা চলছিলই। দলে পদ না পেয়ে ক্ষোভের কথা আগেই জানিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। এবার এনসিপির(NCP) পোস্টার থেকেও বাদ পড়ল অজিতের নাম। সম্প্রতি দিল্লিতে এনসিপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পোস্টারে শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেলের ছবি থাকলেও বাদ গেলেন অজিত। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে, এনসিপির একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন তিনি। এই জল্পনার সঙ্গে সঙ্গেই অজিতের ডানা ছাঁটার প্রক্রিয়াটাও নজরে আসছিল একটু একটু করে। গত এপ্রিলে কর্নাটকের বিধানসভা ভোটে এনসিপির ১৫ জনের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন অজিত। সে সময়ই শরদ-কন্যা সুপ্রিয়ার সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে বলে দলের একটি সূত্রে খবর মিলেছিল। ঠিক এক বছর আগে, ২০২২-এর জুন মাসে একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে শিবসেনায় ভাঙন এবং উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার পরে মহারাষ্ট্রে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাডী’র বৃহত্তম দল হয়েছে এনসিপি। দলের পরিষদীয় নেতা হিসেবে গত জুলাই মাসে বিরোধী দলনেতা হয়েছেন অজিত। তার আগে ছিলেন তিনি উদ্ধব সরকারের উপমুখ্যমন্ত্রী। তবে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়িয়ে এনসিপির সাংগঠনিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন শরদের ভাইপো। অজিতের ‘ইচ্ছা’ প্রসঙ্গে শরদ বলেন, “এ বিষয়ে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। দলের নির্দিষ্ট কমিটিতে এ নিয়ে আলোচনা হবে।”

অন্যদিকে দলের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব কন্যা সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেলকে দিলেও অজিতের জন্য রাখা হয়নি দলের কোনও পদ। এহেন পরিস্থিতিতে রাজনৈতিক মহলের অনুমান ধীরে ধীরে ডানা ছাঁটা হচ্ছে অজিতের। সেই পথেই এবার দলের পোস্টার থেকে বাদ দেওয়া হল অজিত পাওয়ারকে।

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...