Friday, August 22, 2025

ফিফা র‍্যাঙ্কিং-এ ভারত ১০০, উচ্ছ্বসিত স্টিমাচ

Date:

Share post:

ভাল খবর ভারতীয় ফুটবলের জন্য। আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হওয়ায়  র‍্যাঙ্কিংয়ে একশোয় ভারত। বৃহস্পতিবার ছেলেদের যে সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে এক ধাপ উঠে ভারতের স্থান ১০০ নম্বরে। তবে শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নামার আগে ভারতের চিন্তা বাড়াতে পারে ক্রোয়েশীয় কোচের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ। সূত্রের খবর, কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখা স্টিমাচকে দুই ম্যাচ নির্বাসনের শাস্তি দিতে পারে সাফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি। সেক্ষেত্রে সেমিফাইনালের পর ফাইনালেও ডাগ আউটে থাকতে পারবেন না সুনীলদের হেড স্যার। নিজের আচরণ নিয়ে স্টিমাচকে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরের মধ্যে চিঠি দিয়েছেন স্টিমাচ। স্টিমাচ না থাকায় সেমিফাইনালের মতো নক আউট ম্যাচে বেঞ্চে বসে কোচিংয়ের গুরুদায়িত্ব সামলাতে হবে সহকারী কোচ মহেশ গাউলিকে। যদিও নেপালের বিরুদ্ধে স্টিমাচের অনুপস্থিতিতে ভাল কাজ করেছেন মহেশ। রিমোট অবশ্য থাকছে স্টিমাচের হাতেই। তাঁর তৈরি করা গেমপ্ল্যান মেনেই খেলবেন সুনীলরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের একশোয় উঠে আসায় উচ্ছ্বসিত সুনীলদের কোচ। এই নিয়ে স্টিমাচ বলেছেন, “খবরটা জেনে আমি খুশি। কিন্তু আগামী কয়েকটি ম্যাচে ভাল খেলে জায়গাটা আরও মজবুত করতে হবে। প্রথম একশোর মধ্যে থাকতে হবে।”

কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচে ছেলেদের উদ্যমী পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত স্টিমাচ বলেন, “ছেলেরা মাঠে প্রবেশ করার পর দারুণ উদ্যম দেখাচ্ছে। কোনও একটা দিন আমরা গোল হজম করতামই। সেটা আত্মঘাতী গোলে হয়েছে। এটা ফুটবলের অঙ্গ। আমাদের মেনে নিতে হবে। আমরা কিন্তু গোটা ম্যাচে কুয়েতের বিরুদ্ধে কর্তৃত্ব করেছি। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে এভাবেই খেলতে হবে। মাঠের ঝামেলা, বিতর্ক ভুলে স্বপ্নকে তাড়া করতে হবে।”

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে জয় নয়, বিশ্বকাপ ট্রফি জয়ই লক্ষ‍্য বাবরদের

 

 

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...