Tuesday, January 13, 2026

ইস্তফা দেব না: স্পষ্ট বার্তা মণিপুরের মুখ্যমন্ত্রী, ভাইরাল ছেড়া পদত্যাগ পত্র

Date:

Share post:

জনজাতি সংঘর্ষের জেরে গত দু’মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। এই অবস্থায় সকাল থেকেই জল্পনা চলছিল ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করতে চলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং(N Biren Singh)। শুক্রবার দুপুরে রাজ্যপালের(Govornor) কাছে গিয়ে ইস্তফা দিতে পারেন তিনি। তবে সে সব জল্পনায় ইতি টেনে বীরেন জানিয়ে দিলেন, এখনই ইস্তফা দেবেন না তিনি।

গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন কেটে গেলেও কেন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তা নিয়ে আলোচনাও হয়। জানা যায়, তার পরেই বীরেনের সামনে দু’টি বিকল্প রাখা হয়। সাফ জানিয়ে দেওয়া হয়, বিরেনকে ইস্তফা দিতে হবে। তা না হলে কেন্দ্রের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দিতে হবে। সেই দাবি মেনে ইস্তফার পথেই হাঁটছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তবে ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ভিড় জমান বিরেন অনুগামীরা। তাঁদের দাবি এই অবস্থায় ইস্তফা নয় বরং আরও শক্ত হাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর। বিরেনকে রাজভবনে যাওয়ার পথে রুখে দেন তাঁর সমর্থকরা। এরপরই সিদ্ধান্ত বদল করেন মণিপুরের মুখ্যমন্ত্রী। শেষমেশ টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “এই কঠিন সময়ে আমি এটা স্পষ্ট করতে চাই যে, আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব না।” তার আগেই অবশ্য একটি ছেড়া ইস্তফাপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা যায়, ওই ইস্তফাপত্র নিয়েই রাজভবনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে শেষ মুহূর্তে মত পরিবর্তন করে ছিড়ে ফেলা হয় ইস্তফাপত্রটি।

উল্লেখ্য, গত প্রায় দু’মাস ধরে আগুন জ্বলছে মণিপুর। সেনা কর্তাদের পাশাপাশি মণিপুর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনা নামিয়েও আয়ত্বে আসেনি এখানকার পরিস্থিতি। এখনও পর্যন্ত এখানে ঘরছাড়া কয়েক হাজার মানুষ। মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। সেখানকার অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি মণিপুর গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

spot_img

Related articles

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...