Saturday, November 8, 2025

পঞ্চায়েতে কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, জওয়ানরা রুট মার্চ-সীমান্ত পাহারায়

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত ভোটে কোনও বুথেই সম্ভবত থাকছে না কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত কেন্দ্র যে পরিমাণ বাহিনী পাঠিয়েছে, তাতে প্রতি বুথে কমপক্ষে একজন করেও জওয়ান মোতায়েন করা সম্ভব নয়। আদালতের নির্দেশ মেনে বাকি বাহিনীর জন্য রাজ্য নির্বাচন কমিশন বারবার দরবার করলেও কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের তরফে মেলেনি কোনও সদুত্তর।

আরও পড়ুনঃকরমন্ডল দু*র্ঘটনার ১ মাসের মাথায় সরানো হল দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে! কেন? উঠছে প্রশ্ন

সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে গতকাল, শুক্রবার বৈঠকে বসেছিল কমিশন। সূত্রের খবর, বৈঠকে স্থির হয়েছে, চাহিদা অনুযায়ী বাহিনী না পাওয়া গেলে বুথ পাহারায় কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে না। তার পরিবর্তে যে সীমিত সংখ্যক বাহিনী এসেছে, তাদের এলাকা টহলদারি, কুইক রেসপন্স টিম ও আন্তঃরাজ্য সীমান্ত পাহারার মতো কাজে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে বুথ সামলাবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলেও মাত্র ৩৩৭ কোম্পানি (প্রথম দফায় ২২, পরে ৩১৫ কোম্পানি) বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সারা রাজ্যে এক দফায় ভোট হবে বলে মোট ৬১ হাজার ৩৪০টি বুথে গড়ে একজন করেও আধাসেনা মোতায়েন সম্ভব নয়। তাই আপাতত ঠিক হয়েছে, বুথ সামলাবে রাজ্য পুলিশ।

তবে বুথের বাইরের বড়সড় ঝামেলা হলে তা নিয়ন্ত্রণে আনতে বাহিনীকে প্রস্তুত রাখা হবে। সার্ভেইলেন্স টিম, কুইক রেসপন্স টিম, হেভি রেডিও ফ্লাইং ভেহিকল স্কোয়াডে ব্যবহার করা হবে তাদের। তাছাড়া, ‘এরিয়া ডমিনেশন’, ভোটের দিন স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি, নাকা চেকিং ও আন্তঃরাজ্য সীমানা পাহারার কাজে বাহিনী ব্যবহারের ইঙ্গিত মিলেছে কমিশন সূত্রে।

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...