Friday, January 2, 2026

রাজ্যপালের বি.রুদ্ধে এবার কমিশনে অ.ভিযোগ তৃণমূলের

Date:

Share post:

এবার সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কমিশনের দারস্থ হল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি দিল তৃণমূল। সন্ত্রাস কবলিত এলাকায় বারবার যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সরকারি গেস্টহাউস বা সার্কিট হাউসে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করছেন রাজ্যপাল। এইসব অভিযোগ নিয়েই রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে গেল তৃণমূল।

অভিযোগপত্রে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। অভিযোগ করা হয়েছে, নিয়ম বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে সন্ত্রাস কবলিত এলাকায় সরোজমিনে যাচ্ছেন। সরকার ও কমিশনকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ করছেন রাজ্যপাল। কমিশনের বিরুদ্ধে অবাঞ্চিত মন্তব্য করছেন। পাশাপাশি রাজ্যে সমান্তরালভাবে সরকার চালাচ্ছেন রাজ্যপাল, দাবি তৃণমূলের।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজ্যপালের সরকারি পরিকাঠামো ব্যবহারের অভিযোগ করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, ‘কীভাবে রাজ্যপালের সরকারি পরিকাঠামো ব্যবহার করতে পারে বিজেপি?’। ভোটের আবহে বারবার হিংসার ঘটনা ঘটায় বারবার কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসার ঘটনায় রাজভবনে পিস রুমও তৈরি করা হয়েছে। কখনও পুলিশকে তলব করেছেন। কখনও বিডিওর থেকে রিপোর্ট চেয়েছেন। এই ঘটনাগুলিকেই নিশানা করেছেন তৃণমূল। তৃণমূলের অভিযোগ, রাজ্যে নির্বাচনের যাবতীয় দায় ও দায়িত্ব ন্যস্ত থাকে রাজ্য নির্বাচন কমিশনারের উপর। তিনিই সব সিদ্ধান্ত নেন। কিন্তু সেই জায়গায় রাজ্যপাল যেমন বিভিন্ন এলাকায় যাচ্ছেন, নানা লোকের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের থেকে নালিশ শুনছেন- এই বিষয়টি ভাল ভাবে নিচ্ছে না শাসকদল।

প্রসঙ্গত এর আগে একাধিকবার রাজ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার বার্তা দিয়েছেন রাজ্যপাল। সোমবার বাসন্তীতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি রাজ্যপাল। তারপরে ফোন করে ক্যানিং গেস্ট হাউসে ডেকে নিহতের মেয়ে, যিনি নিজেই তৃণমূল প্রার্থী, তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এর আগে কোচবিহারেও সন্ত্রাস কবলিত এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল। সন্ত্রাস কবলিত ভাঙড়, ক্যানিংয়ে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

আরও পড়ুন- আকাশ ঢেকে যায় ‘তারের জালে’! এবার ‘তারের জঞ্জাল’ সাফে উদ্যোগী পুরসভা

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...