Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীর উন্নয়নকেই হা.তিয়ার করে ভোটে জিততে চান কেষ্ট মণ্ডল

Date:

Share post:

হুগলি জেলায় এবার তৃণমূলের প্রার্থী কেষ্ট মণ্ডল। তৃণমূলের কেষ্ট মণ্ডলকে চেনেনা বাংলায় এমন মানুষ কম আছে। বীরভূম জেলার তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল। ভোট এলেই তার নাম সব সময় খবরের শিরোনামে থাকতো। কখনো নকুলদানা,বা কখনো চড়াম চড়াম ঢাক বাজানোর মত কথা বলে খবরের শিরোনামে ছিলেন কেষ্ট মণ্ডল। কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন জেলে। কিন্তু হুগলি জেলার রঘুনাথপুর গ্রামপঞ্চায়েত এলাকায় ৫২ নম্বর সংসদ থেকে তৃণমূলের প্রার্থী এবার কেষ্ট মণ্ডল। আর এই নামেই শোরগোল হুগলি জেলায়।

কিভাবে জেলে থেকেও হুগলি জেলায় ভোটে লড়ছেন কেষ্ট মণ্ডল সেই নিয়ে হয়তো প্রশ্ন অনেকের মনেই।কিন্তু এই কেষ্ট যে সেই কেষ্ট নয়। রঘুনাথপুর পঞ্চায়েত ভোটের প্রার্থী খুবই সাদামাটা এক টোটো চালক কেষ্ট মণ্ডল। সারাদিন টোটো চালিয়ে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালান। অবশ্য রাজনীতির ময়দানে নতুন নয়। ২০১৮ পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলেছেন। এবার আবার ভোটের প্রার্থী। আর প্রচারে ব্যস্ত হুগলি জেলার তৃণমূল প্রার্থী কেষ্ট মণ্ডল। আর তার নামের সাথে বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের নাম এক এই বিষয়ে জিজ্ঞেস করতেই লজ্জায় পড়ে যায় রঘুনাথপুরের কেষ্ট মন্ডল। তিনি বলেন কোথায় চাঁদ আর কোথায় চাঁদা মাছ। কোথায় অনুব্রত মণ্ডলের মত একজন নামি নেতা আর তিনি একজন সামান্য কর্মী। কিন্তু তার সাথে অনুব্রত মণ্ডলের নাম এক হওয়ায় খুবই ভালো লাগে যে একজন এতবড় নেতার সাথে তার নামের মিল রয়েছে। হয়তো আর কোথাও মিল নেই, কিন্তু নামের মিল এটা ভাবলেও ভালো লাগে।

তবে বীরভূমের কেষ্ট মণ্ডলের মত নকুলদনা বা চরাম চরাম এসব কথা বলে নয়, শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরেই পঞ্চায়েত ভোটের প্রচার সারছেন রঘুনাথপুর এলাকার তৃণমূল প্রার্থী কেষ্ট মন্ডল। আর জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী কেষ্ট।

আরও পড়ুন- বাঁকুড়ায় কাঠ কুড়োতে গিয়ে বজ্রা.ঘাতে মৃ.ত ২, আহত ৩, পরিবারের পাশে তৃণমূল

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...