Monday, May 5, 2025

মাসের শুরুতেই ধাক্কা! ফের দাম বাড়ল গ্যাসের

Date:

Share post:

বাজারে সব্জি থেকে নিত্যপ্রয়োজনীর দ্রব্যের দাম অগ্নিমূল্য। লাগামহীন ভাবে বেড়েই চলেছে জিনিসের দাম। যা সামলাতে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তর। এই পরিস্থিতিতেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। সিলিন্ডার পিছু ৭ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এরফলে মঙ্গলবার থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৭৮০ টাকায়। যদিও ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

আরও পড়ুন:মা অ.সুস্থ, আজ পঞ্চায়েত ভোটের প্রচারে যাচ্ছেন না সায়নী

এতদিন ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১৭৭৩ টাকা। এবার থেকে এই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৮০ টাকা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। এবার থেকে কলকাতায় ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৮২.৫০ টাকা।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি মাপের হোটেল মালিকরা। বিশেষ করে ছোট রেস্টুরেন্ট চালানো সাধারণ দোকানিরা নিতান্তই অখুশি। তাঁদের আশঙ্কা পরপর এবার দাম বাড়ানো হবে না তো? যদিও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে প্রভাব সরাসরি গৃহস্থের উপর পড়ে না। কারণ, এই সিলিন্ডার রেস্তোরাঁ কিংবা হোটেলে ব্যবহার করা হয়। তবে ১৯ কেজির এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেলে খাওয়াদাওয়ার খবর বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে স্বভাবতই পকেটে টান পড়বে মধ্যবিত্তর।
প্রসঙ্গত, ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। গত মার্চ মাস থেকেই ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ১৪.২ কেজি সিলিন্ডার কিনতে খরচ হয় ১১০৩ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ে ১১২৯ টাকা। মুম্বইয়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১১০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে খরচ হয় ১১১৮.৫০ টাকা।

spot_img
spot_img

Related articles

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর...

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...