Sunday, November 9, 2025

৪০০ কর্মী ছাঁটাই দিল্লির উপরাজ্যপালের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি কেজরির

Date:

Share post:

ফের দিল্লি সরকারের(Delhi Govt) সঙ্গে উপরাজ্যপালের সংঘাত চরম আকার নিল। দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার ফরমানে চাকরি গেল ৪০০ জনের। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এহেন পদক্ষেপের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

সম্প্রতি দিল্লি সরকারের বিভিন্ন কাজে নিযুক্ত প্রায় ৪০০ চুক্তিভিত্তিক কর্মীর চাকরি কেড়ে নিয়েছেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। তাঁর অভিযোগ, উক্ত ব্যক্তিরা কী কাজে নিযুক্ত ছিলেন তা স্পষ্ট নয়। তাঁদের নিয়োগ নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। ফলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। উপরাজ্যপালের এহেন পদক্ষেপের পর সোমবার এই বিষয়ে বিবৃতি জারি করে আম আদমি পার্টির সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবে সরকার। উপরাজ্যপালকে তোপ দেগে আর জানানো হয়, দিল্লিকে ধ্বংস করতে মরিয়া উপরাজ্যপাল। শুধুমাত্র দিল্লি সরকারের সঙ্গে কাজ করার জন্যই আজ এই প্রতিভাবান ৪০০ জনকে চাকরি খোয়াতে হল।

উল্লেখ্য, দিল্লির আম আদমি পার্টির সরকার ও উপরাজ্যপালের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে প্রশাসনিক ক্ষমতা ও আমলাতন্ত্রের রাশ কার হাতে থাকবে তাই নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে মাস তিনেক আগে সেই অধিকার বর্তেছিল দিল্লি সরকাররের হাতেই। পাল্টা গত মে মাসে সেই রায় বাতিল করে নতুন অধ্যাদেশ আনে মোদি সরকার। যে অধ্যাদেশ অনুযায়ী আমলা বদলির ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা থাকবে লেফটেন্যান্ট গভর্নরের হাতে। তবে সংসদে কেন্দ্রের এই বিল রুখে দিতে মরিয়া আম আদমি পার্টি।

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...