Tuesday, August 26, 2025

প্রেমের ডাকে সাড়া দিয়ে সর্বস্ব খুইয়ে র.ক্তাক্ত যুবক!

Date:

Share post:

প্রেমের ডাকে সাড়া দিয়ে উপহার হাতে পৌঁছে ছিলেন যুবক। তার জেরে সর্বস্ব খুইয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালের বেডে। প্রেমিকার আবদার মেনে দামি উপহার নিয়ে দেখা করতে গিয়েছিলেন যুবক। হঠাৎই মাথায় ধারালো অস্ত্রের আঘাত। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান প্রেমিক। জ্ঞান ফিরলে নিজেকে হাইওয়ের ধারে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেন তিনি। বেপাত্তা তথাকথিত প্রেমিকা ও তাঁর সঙ্গীরা। মহারাষ্ট্রের (Maharastra) শাহাপুরের ঘটনা।

বালাজি শিবভগত নামে ওই যুবক শাহাপুরের বাসিন্দা। পেশায় নির্মাণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, শাহাপুরের বাসিন্দা এক যুবতী ভাবিকা ভৈরের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে ছিলেন বালাজি। পুলিশকে (Police) তিনি জানান, ২৮ জুন ভবিকার আবদার মেনে সোনার দুল, সোনার বালা, সোনার নূপুর, নতুন শাড়ি, নতুন বর্ষার জুতো এবং নতুন ছাতা কিনে সেখানে হাজির হন বালাজি। তাঁর বয়ান অনুযায়ী, তিনি যখন গাড়ি নিয়ে সেখানে পৌঁছন, তখন ভবিকা তাঁর গাড়িতে ওঠেন। তাঁর হাত থেকে সমস্ত উপহার নেন প্রেমিকা। অভিযোগ, তার পরেই গাড়িতে ওঠেন চার যুবক। বালাজিকে একপাশে সরিয়ে এক জন গাড়িটি চালাতে শুরু করেন। সেই সময় কেউ এক জন ভারী চপার দিয়ে ওই যুবককের মাথায় আঘাত করেন।
পুলিশ জানায়, অজানা জায়গায় নিয়ে গিয়ে রাতভর শারীরিক অত্যাচার করা হয় ওই যুবকের উপর। ভোর ৫টা নাগাদ শাহাপুর হাইওয়েতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফেলে চোখে লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়ে পালিয়ে যান ভাবিকা এবং তাঁর সঙ্গীরা।

বালাজির অভিযোগ, তাঁর মোবাইল, ২টি সোনার চেন, আঙুলের ৬টি আংটি এবং সঙ্গে থাকা নগদ টাকা সব কেড়ে নেন ভাবিকা ও তাঁর সঙ্গীরা। ২৯ জুন ভোরে স্থানীয়দের সাহায্য নিয়ে এক বন্ধুকে ফোন করেন বালাজি। পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে গুরুতর জখম বালাজিকে উদ্ধার করেন ওই বন্ধু। তবে, বেপাত্তা ভাবিকা-সহ তাঁর সঙ্গীরা। এখন আক্ষরিক অর্থেই প্রেমের জ্বালায় জ্বলছেন যুবক।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...