Wednesday, January 14, 2026

লোকসভা নির্বাচনকে নজরে রেখে একাধিক রাজ্যে সভাপতি বদল বিজেপির

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে ৫ রাজ্যে বিধানসভ নির্বাচন, তারপর রয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সবচেয়ে বড় পরীক্ষা লোকসভা নির্বাচন(Loksava Election)। সেদিকে নজর রেখেই এবার বড় পদক্ষেপ করল বিজেপি(BJP)। রাজ্য রাজ্যে সংগঠনে ঝাঁকুনি দিতে একাধিক রাজ্যে বদল করা হল রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে লোকসভার আগের এই সাংগঠনিক রদবদলে প্রাধান্য পেলেন অন্য দল থেকে আসা দলবদলুরা।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মোট ৪ রাজ্যে সভাপতি পরিবর্তন করেছে বিজেপি। যেগুলি হল অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং তেলেঙ্গানা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শিখ অধ্যুষিত পাঞ্জাবে কংগ্রেস থেকে আসা সুনীল জাখরকে রাজ্য সভাপতি করল বিজেপি। মূলত এখানকার ৪০ শতাংশ হিন্দু ভোটকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে ঝাড়খণ্ডের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাচক্রে তিনিও দলবদলু। একটা সময় বিজেপি ছেড়ে নিজের দল গড়েছিলেন মারান্ডি। অন্ধ্রপ্রদেশে সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কিরণ কুমার রেড্ডিকে(Kiran Kumar Reddy) জাতীয় কর্মসমিতিতে আনা হয়েছে। অন্ধ্র প্রদেশে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন ডি পুরন্দেশ্বরী। এদিকে এবার তেলেঙ্গানার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদেও বদল আনা হচ্ছে। সেই পদে বসছেন ইয়াতালা রাজেন্দর। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন জি কিষেণ রেড্ডিকে রাজ্য সভাপতি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মধ্যরাতে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক(সংগঠন) বিএল সন্তোষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকের পরই জল্পনা শুরু একের পর এক রাজ্যে হারের জেরে এবার দলের অন্দরে বড়সড় রদবদল করতে চলেছে বিজেপি। সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে এবার ৪ রাজ্যে সভাপতি বদল করল নেতৃত্ব।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...