ভয়াবহ গাড়ি দুর্ঘটনার (Car accident) কবলে পড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার (Praveen Kumar)। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে। সূত্রের খবর ছেলেকে সঙ্গে নিয়েই ল্যান্ড রোভার গাড়িতে হিট ছিলেন প্রবীণ। রাত দশটা নাগাদ মিরাটের (Mirat) কাছাকাছি তাঁর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে সেই সময় প্রাক্তন ক্রিকেটারের ছেলেও ছিলেন। দুজনেই অল্পের জন্য বড় দু.র্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানা যাচ্ছে।

প্রাক্তন ক্রিকেটারের গাড়ি দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ফিরেছে তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের (Rishav Panth) গাড়ি দুর্ঘটনার (Car Accident) স্মৃতি। মৃত্যুমুখ থেকে ফিরে এখন সুস্থতার পথের পন্থ। যদিও ক্রিকেটীয় ভবিষ্যৎ কত দিনের স্বাভাবিক হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
