Friday, November 14, 2025

নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন রাজ্যপাল: আনন্দ বোসকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

ভোট প্রচারে শেষ দিনে রাজভবন থেকে বসে পিস কনফারেনস করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার, তার কিছুক্ষণ পরেই কলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club) থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে ধুয়ে দিলে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরাসরি বললেন, “নির্বাচনে ফায়দা তুলতে চাইছেন রাজ্যপাল”। অভিষেকের কথায়, ”রাজ্যপালের সমস্ত বক্তব্য শুনেছি। এটুকু বলা যায়, তিনি যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না?”

এদিন, পিস কনফারেন্স থেকে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল। সে বিষয়ে প্রশ্ন করা হল অভিষেক বলেন, রাজ্যপালের যদি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকে, তারাই উত্তর দেবে। এরপরেই আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বলেন, “রাজ্যপাল রাজনীতির ফায়দা তুলতে চাইছে। নয়াদিল্লির নির্দেশ পালন করছেন। ওখান থেকে যেমন বলা হচ্ছে উনি তেমন করছেন।“

নির্বাচনের মনোনয়ন পর্বে আক্রান্তদের বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল। অভিষেকের কথায় “করমণ্ডলে এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার ৮০ জন মারা গিয়েছিলেন। একজনের বাড়িতেও উনি গিয়েছিলেন!‌ তখন পিস রুম খোলেননি কেন?“

মনরেগা নিয়ে কোনও দিন কোনও কথা বলছেন? রাজ্যপালকে নিশানা করে মন্তব্য করেন অভিষেক। বাংলার নির্বাচন পর্ব নিয়ে আনন্দ বোসের বক্তব্যের পাল্টা তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “রাজ্যপালের সমস্ত বক্তব্য শুনেছি। এটুকু বলা যায়, তিনি যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিজীবী, বিচক্ষণ। বাংলা নিয়ে তাঁর এত চিন্তা কই একবারও তো রক্তাক্ত মণিপুরের কথা বলেন না? মণিপুর তো জ্বলছে। ওনার উচিত একজন সচেতন মানুষ হিসাবে ওখানে যাওয়া। কেন্দ্রীয় সরকার ওনাকে যাওয়ার অনুমতি দিক। এটাই চাইব। কেন্দ্রকে পরামর্শ দেব, এমন বিচক্ষণ ব্যক্তিকে বাংলায় আটকে রাখা কেন্দ্রের ক্ষতি। তাঁকে মণিপুরের দায়িত্ব দেওয়া হোক।“

 

 

spot_img

Related articles

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...