Thursday, December 4, 2025

দলিতের মুখে প্রস্রাব: প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা

Date:

Share post:

মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে বিজেপি কর্মীর প্রস্রাব করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশে। এই ঘটনার প্রতিবাদে এবার বিজেপি ত্যাগ করলেন এক বিজেপি নেতা। ওই বিজেপি নেতার নাম বিবেক কোল। তিনি স্থানীয় বিজেপির জেনারেল সেক্রেটারি পদে ছিলেন। স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ ওই বিজেপির কর্মী প্রবেশ শুক্লার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিজেপি দাবি করে তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তবে বিবেক কোলের স্পষ্ট বক্তব্য, অভিযুক্ত প্রবেশ এলাকার বিধায়কের খুবই ঘনিষ্ঠ। প্রবেশ যা কাণ্ড ঘটিয়েছেন, তা মেনে নিতে না পেরেই দল থেকে ইস্তফা দিয়েছেন বিবেক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সিধি জেলায় বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন বিবেক। কিন্তু দলীয় কর্মী যেভাবে আদিবাসী যুবককে হেনস্তা করেছেন, তা মেনে নিতে পারেননি বিবেক। সেই কথা জানিয়েই দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, স্থানীয় বিধায়ক কেদারনাথ শুক্লার খুবই ঘনিষ্ঠ অভিযুক্ত প্রবেশ। গত দু’বছর ধরে বেআইনিভাবে আদিবাসীদের জমি দখল করেছেন কেদারনাথ। তাঁরই ঘনিষ্ঠের বিরুদ্ধে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগ উঠেছে। এদিকে দুষ্মান্ত রাভে নামে আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে প্রবেশকে। বুল্ডোজার দিতে ভেঙে দেওয়া হয়েছে প্রবেসের বাড়ি। নির্যাতিত ওই দলিত যুবককে নিজের বাসভবনে ডেকে তাঁরপা ধুইয়ে ক্ষমা চেয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দুষ্মান্তের জন্য মোট ৬.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যও দিয়েছেন তিনি।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...