Wednesday, August 27, 2025

“তাজা হাওয়া খেতে” সোম সন্ধ্যায় শাহী সাক্ষাতে যেতে পারেন আনন্দ বোস

Date:

Share post:

পঞ্চায়েতের ভোটগ্রহণের পরেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। যাওয়ার আগে বলে গিয়েছেন “তাজা হাওয়া খেতে” যাচ্ছেন। এবার সেই হাওয়ার সন্ধানে সোমবার সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

শনিবার, ভোট চলাকালীন বিভিন্ন জেলায় পরিদর্শন করেন আনন্দ বোস। মন্তব্য করেন, ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও ক্রমাগত রাজ্য প্রশাসন ও রাজ্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলে শাসকদল। এই পরিস্থিতিতে সন্ধেয় বিশেষ বিমানে দিল্লি যাত্রা করেন রাজ্যপাল। বিমান বন্দরে সাংবাদিকরা তাঁর দিল্লি যাত্রার বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, “I am Going for a fresh air”। দিল্লির বায়ু দূষণ জগৎ বিখ্যাত। সেখানে কলকাতা ছেড়ে কোন হাওয়া নিজের পালে লাগাতে রাজধানী গিয়েছেন আনন্দ বোস! দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার কথা আগেই জানা গিয়েছিল। নির্বাচনের পরেই রাজ্যপাল বলেন, ‘‘একজন রাজ্যপালের যা করণীয়, তাই করব।’’

রাজ্যপালের বিরোধিতায় শাসকদল তৃণমূল বলেছিল, রাজ্যপাল আদতে এই সব বলছেন কেন্দ্রের আদেশে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘দিল্লি থেকে যে ভাবে আদেশ আসছে, রাজ্যপাল তাঁর সীমিত ক্ষমতা ও এক্তিয়ার অনুযায়ী, তা পালন করার চেষ্টা করছেন।’’ এবার অমিত শাহর সঙ্গে দেখা করে রাজ্যপাল কোন করণীয় কাজটি করেন, সেটাই দেখার।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...