Tuesday, November 11, 2025

রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কর, দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়েও তুললেন প্রশ্ন

Date:

Share post:

১২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। এই মুহূর্তে সেই প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। তবে তার আগে ফের একবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে একহাত নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বিরাট কোহলির পর যখন টিম ইন্ডিয়ার দায়িত্ব রোহিতের হাতে তুলে দেয় বিসিসিআই, তখন নতুন অধিনায়ককে নিয়ে অনেক আশা করেছিলেন গাভাস্কর। কিন্তু রোহিত অধিনায়ক হয়ে আসার পর টি-২০ বিশ্বকাপ কিংবা বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল, সবেতেই ব‍্যর্থ টিম ইন্ডিয়া। আর এখানেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে হতাশ গাভাস্কর। এক সাক্ষাৎকারে রোহিতের নেতৃত্বের সমালোচনা থেকে শুরু করে দলের কোচ দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” অনেক প্রত্যাশা ছিল রোহিতের থেকে। ভারতের মাটিতে খেলা একরকম, আর বিদেশে খেলা আর একরকম। বিদেশে হতাশ করেছে ভারত। আইপিএলে এত অভিজ্ঞতা, অধিনায়ক হিসাবে একশোর বেশি ম্যাচ জেতা ক্রিকেটারের অধীনে টি-২০ ফরম্যাটে ভারতের এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। আমি রোহিত-এর কাছ থেকে আরও বেশি আশা করছিলাম। ”

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন গাভাস্কর। তিনি জানতে চান কেন বিসিসিআই রোহিত-দ্রাবিড়ের কাছে ম‍্যাচ হারের প্রশ্ন তুলছেন না? এই নিয়ে গাভাস্কর বলেন,”কেন প্রথমে ফিল্ডিং করা হল WTC ফাইনালে? টসের সময় বলেছিল মেঘলা আকাশের কথা। কিন্তু খেলার কৌশলেই তো সমস্যা রয়েছে। ট্র্যাভিস হেডের শর্ট বলে সমস্যার কথা সবাই জানে। এমনকি ধারাভাষ্য দেওয়ার সময় রিকি পন্টিংও বলছিল ওকে বাউন্সার দিতে। আমাদের বোলাররা বাউন্সার দেওয়া শুরু করল হেডের রান ৮০ পেরিয়ে যাওয়ার পর। সবাই যা জানত, সেটা আমাদের ক্রিকেটাররা জানত না! বোর্ড এগুলো জানতে চাক রোহিতদের থেকে।”

আরও পড়ুন:চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক : সূত্র

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...