Tuesday, November 11, 2025

দিল্লি অর্ডিন্যান্স: কেন্দ্রকে নোটিশ শীর্ষ আদালতের

Date:

Share post:

আমলাদের বদলি ও পোস্টিং নিয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। যার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে দিল্লির আপ সরকার(AAP Govt)। এই আবেদনের ভিত্তিতেই এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতের পাঠানো নোটিশে বলা হয়েছে, কেন্দ্রের অর্ডিন্যান্সের সাংবিধানিক বৈধতা আছে কিনা তা প্রমাণ করতে হবে। তবে আপ সরকারের দাবি মেনে এই অর্ডিন্যান্স বাতিল করে দেয়নি সুপ্রিম কোর্ট।

দিল্লি অর্ডিন্যান্স মামলায় দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন নোটিশ পাঠায় কেন্দ্রের মোদি সরকারকে যে নোটিশে বলা হয়েছে, আমলা নিয়োগ ও বদলি প্রসঙ্গে কেন্দ্রের অর্ডিন্যান্স আদৌ বৈধ কিনা তা প্রমাণ করতে হবে। কিন্তু দিল্লি সরকারের দাবি ছিল, এই অর্ডিন্যান্স খারিজ করতে হবে। সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং দিল্লি সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডিন্যান্সের মামলায় পার্টি করতে হবে দিল্লির উপরাজ্যপালকে।

সরকার ও উপরাজ্যপালের টানাপোড়েনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে পদস্থ আমলাদের বদলির অধিকার বর্তেছিল দিল্লি সরকারের হাতেই। তার পালটা কেন্দ্র সরকার আবার অর্ডিন্যান্স আনেন। The Government of CNCT of Delhi (Amendment) ordinance শীর্ষক ওই অধ্যাদেশের মাধ্যমে কার্যত সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে সব ক্ষমতার রাশ নিজেদের হাতেই রাখে কেন্দ্র। তারপরেই অর্ডিন্যান্সের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দিল্লি সরকার। সোমবার সেই মামলার শুনানি শুরু হয় শীর্ষ আদালতে। অন্যদিকে, এই অর্ডিন্যান্সের বিরোধিতায় দেশের সব বিরোধী দলগুলিকে পাশে পেতে চাইছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেখানে ইতিমধ্যেই কেজরির পাশে দাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন সহ অন্যান্য নেতৃত্বরা। যদিও এই অর্ডিন্যান্স নিয়ে এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেনি কংগ্রেস।

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...