Wednesday, August 27, 2025

গ্রাম হাতছাড়া হলেও পঞ্চায়েত সমিতিতে জয়ী ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল

Date:

Share post:

প্রাক পঞ্চায়েত নির্বাচনে দফায় দফায় রক্তাক্ত হয়েছে আরাবুল গড় হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। মঙ্গলবার নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল তৃণমূল নেতা আরাবুল ইসলামের(Arabul Islam) নিজের গড় ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত(panchayat) হাতছাড়া হয়েছে তৃণমূলের। এখানে ২৪টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই জয়ী হয়েছে আইএসএফ(ISF) এবং জমি কমিটি। তবে পঞ্চায়েত হাতছাড়া হলেও, পঞ্চায়েত সমিতিতে ২৪৪৮ ভোটে জয়ী হয়েছে তৃণমূল(TMC)।

মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর আরাবুল ইসলাম বলেন, “আমি আগে থেকেই আঁচ করতে পেরেছি পোলেরহাট ২ কোনওমতে রক্ষা করা যাবে না। এখানে সাতটি প্রার্থী হেরেছে আমাদের। হতেই পারে। বাকি জায়গায় জিতেছি।” তিনি আরও বলেন, “ওই এলাকায় আমাদের কর্মীদের উপর লাগাতার অত্যাচার হয়েছে। প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে। তাই জানতাম যে এখানে খারাপ ফল হবে।” এবছর পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতে এবার আসন সংখ্যা বেড়ে হয়েছিল ২৪। সব আসনেই এবার লড়াই করে জমি রক্ষা কমিটি এবং আইএসএফ (ISF) সমর্থিত নির্দলরা। জানা গিয়েছে, এই ২৪ আসনের বেশিরভাগেই জয়ী হয়েছেন জমি কমিটির নির্দলরা। ফলাফল স্পষ্ট হতেই এদিন গণনাকেন্দ্র ছাড়েন আরাবুল। তবে ভাঙড় ২ নম্বর ব্লকের ১০টা পঞ্চায়েতের মধ্যে ৯ টিতেই জয়ী তৃণমূল।

উল্লেখ্য, পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে বার বার শিরোনামে উঠে এসেছিল ভাঙড়। মনোয়নপর্ব থেকে রাজনৈতিক হিংসায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে ৩জনের মৃত্যুও হয়েছে। তারপরও বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। এমন কি আরাবুলের ছেলের গাড়ির ড্যাসবোর্ড থেকে বোমাও উদ্ধার হয়। যা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনায় সরব হয় বিরোধীরা। হিংসা উপদ্রুত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভোট গণনার দিনেও দিল্লি থেকে ফিরে সরাসরি ভাঙড়ে উপস্থিত হতে দেখা গিয়েছে রাজ্যপালকে।

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...