Saturday, May 3, 2025

ফের ভোট অশান্তি মামলা,নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীনই পুনর্নির্বাচনের দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মঙ্গলবার গণনা চলাকালীনই ৬ হাজার বুথে ফের ভোটগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে যান তিনি।বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিশন তার দায়িত্ব ঠিকঠাক পালন করেনি বলেই মনে করছে আদালত। এমনকী, আজও কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে কেন্দ্রের নোডাল অফিসারের সঙ্গে যথাযথ যোগাযোগ করা হয়নি। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

আদালত জানিয়েছে, শান্তিপুর্ণ পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তা দেখার দায়িত্ব রাজ্যের। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট সংক্রান্ত বিষয়ে এতদিন আদালত যে নির্দেশ দিয়েছে তা ঠিকঠাক পালন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে আদালত। বিরোধী দলনেতার আইনজীবী গুরু কৃষ্ণ কুমার এদিন আদালতে বলেন,ছবি ভিডিও সহ ভোট লুঠের বিস্তারিত তথ্য কমিশনকে দেওয়া হয়েছিল। কিন্তু যেখানে হিংসা হল, মানুষ মারা গেল, সেখানে রি-পোলের নির্দেশ দেয়নি কমিশন। প্রায় ছ’হাজার বুথে অশান্তি হয়েছে। প্রার্থী মার খেয়েছে। এমনকি কমিশনেরও কোনও নিরাপত্তা ছিল না।

অ্যাডিশিনাল অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল আদালতকে জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যাবহারের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তার কারণ কমিশনের অসহযোগিতা। নিরন্তর কমিশন অসহযোগিতা চালিয়ে গেছে। কোনো রকম তথ্য ঠিকঠাক দেওয়া হয়নি। এরপরই ভোট এবং গণনার সময়কার বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলার পরবর্তী শুনানি হবে ২০ জুলাই।

 

 

 

 

spot_img
spot_img

Related articles

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...