Thursday, November 13, 2025

সীমাকে ফেরত না পাঠালে ভারতে ২৬/১১-র মতো জঙ্গি হামলার হুমকি পাকিস্তানের

Date:

Share post:

মুম্বই ট্রাফিক কন্ট্রোলরুমে একটি হুমকি ফোন আসে। কলার, উর্দু ভাষায় বলে যে যদি আপনারা সীমা হায়দারকে পাকিস্তানে ফেরত না পাঠান, তাহলে ভারতে নাশকতা হবে। ২৬/১১-র মতো জঙ্গি হামলার জন্য প্রস্তুত থাকুন এবং এর পিছনে উত্তরপ্রদেশ সরকার দায়ী থাকবে। জানা গিয়েছে যে, এই কল ১২ জুলাই মুম্বাই পুলিশ কন্ট্রোল রুমে আসে। যার পরে এই ঘটনাটি এ নিয়ে তদন্ত শুরু হয়। মুম্বই পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চে বিষয়ে তদন্ত করছে। এর আগেও মুম্বই পুলিশের কাছে এই ধরনের হুমকি ফোন এসেছে।

পাকিস্তানের সিন্ধ এলাকার জইশমাবাদ এলাকার বাসিন্দা সীমা। নথি অনুযায়ী তাঁর বিয়ে হয়েছে গুলাম হায়দার রাজার সঙ্গে ২০১৪ সালে। তাদের ৪টি বাচ্চা রয়েছে। ২০১৯-এ গুলাম হায়দার কাজের জন্য সৌদি আরব চলে যান। সেখান থেকে তিনি সীমাকে পয়সা পাঠাচ্ছিলেন। সীমার দাবি যে, ২০১৯ সালের পর হায়দার কখনও বাড়ি ফিরে আসেননি। এরই মধ্যে ২০২০ সালে সীমার বন্ধুত্ব হয় পিউবিজি গেমের মাধ্যমে। নয়ডার একটি গ্রাম এর বাসিন্দা শচীনের সঙ্গে দুজনের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

১০ মার্চ তিনি নেপাল আসেন। সীমার দাবি যে তিনি নেপালের একটি মন্দিরে শচীনের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর তিনি পাকিস্তান ফিরে যান। কিন্তু সীমা শচীনের সঙ্গে থাকতে চেয়েছিলেন। এ কারণে ১০ মে তিনি নিজের ৪ বাচ্চাা নিয়ে করাচি থেকে আরব আমিরশাহীর শারজা পৌঁছান। এরপর সেখান থেকে তিনি ফ্লাইটে কাঠমান্ডু পৌঁছান। কাঠমান্ডু থেকে পোখরা একটি প্রাইভেট গাড়ি চড়ে পৌঁছান।

এরপরে পোখরা থেকে দিল্লি জন্য তিনি বাস নেন। রাস্তায় নয়ডাতে শচীন তাঁর জন্য অপেক্ষা করছিলেন। ১৩মে সীমা নয়ডা আসেন এবং সেখান থেকে শচীন তাকে রবপুরা এলাকায় নিয়ে যান। সেখানে দুজনে ভাড়ার বাড়িতে থাকতে শুরু করেন। পুলিশ যখন এই বিষয়টি জানতে পারে, তারপর ৪  জুলাই দুজনকে গ্রেফতার করে নেওয়া হয়। যদিও এখনও দুজনে জামিনে মুক্ত রয়েছেন।
করাচিতে পুলিশ থানায় অভিযোগ দায়েরের পর ভারতীয় মিডিয়া সীমা এবং তার বাচ্চাদের কাহিনী সামনে আনে। তখন তারপরে সীমার স্বামীন গোলাম হায়দার সোশ্যাল মিডিয়াতে সৌদি আরব থেকে একটি আবেদন জারি করেন। এ নিয়ে সীমা হায়দর বলেন যে, তাঁর স্বামী ওভার অ্যাকটিং করছেন। যেরকম তাঁকে দেখা যাচ্ছে, সেরকম তিনি নন।
পাকিস্তানের জেকোবাবাদের বাসিন্দা গোলাম হায়দার এবং সীমা ঘটনাচক্রে সাক্ষাৎ করে ফেলেন। ভুল করে একটি রং নম্বর লেগে যায়। তিনি পড়ে সেই নম্বরে কল ব্যাক করলে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। এরপরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু সীমার বাড়ি থেকে এই বিয়ের জন্য রাজি ছিলেন না। বাড়ি ছেড়ে পালিয়ে কোর্টে তাঁরা বিয়ে করে নেন। পালিয়ে বিয়ে করায় এলাকায় পঞ্চায়েতও বসেছিল। যেখানে গুলাম হায়দারকে জরিমানাও দিতে হয়।

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...