Monday, December 29, 2025

দলত্যাগের পুরস্কার! অজিত পওয়ারকে অর্থ দফতর দিল বিজেপি

Date:

Share post:

দল ভাঙিয়ে নিয়ে পুরস্কার দিল বিজেপি। মহারাষ্ট্রের (Maharastra) অর্থ দফতর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের থেকে নিয়ে দেওয়া হল NCP-র ‘বিদ্রোহী’ নেতা তথা অপর উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে (Ajit Pawer)। শুক্রবার, একনাথ শিন্ডের মন্ত্রিসভার অজিত শিবিরের মন্ত্রীরা নারী এবং শিশুকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন, কৃষি, সমবায়, খাদ্য ও সরবরাহ, ডাক্তারি শিক্ষা ও পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন।

মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির ৫৩জন বিধায়ক রয়েছেন। দলত্যাগবিরোধী আইন এড়াতে ৩৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন অজিতদের। ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন বলে দাবি তাঁদের। এই পরিস্থিতিতে রবিবার, মহারাষ্ট্রের শিন্ডেসেনা-বিজেপি জোট সরকারের মন্ত্রিপদে শপথ নেন অজিত-সহ ৯ এনসিপি বিধায়ক। তবে, এনডিএতে অজিত গোষ্ঠীর যোগদানে অসন্তুষ্ট শিন্ডে শিবিরের বড় অংশ। গুরুত্বপূর্ণ দফতরগুলির অধিকাংশই অজিতগোষ্ঠী ও বিজেপির কাছে চলে যাওয়ায় শিন্ডে শিবিরের গুরুত্ব কমে গেল বলে মত রাজনৈতিক মহলের। তাদের মতে, দল ভাঙিয়ে অজিত গোষ্ঠীকে টেনে তারই পুরস্কার দিল বিজেপি।

কাকা শরদ পাওয়ারে হাত ছেড়ে মহারাষ্ট্রের জোট সরকারের জোট দিয়েছেন অজিত ও তাঁর অনুগামীরা। অনুমোদন ছাড়াই অজিতের এই পদক্ষেপে ক্ষুব্ধ এনসিপি সভাপতি শরদ পওয়ার তাঁদের বহিষ্কার করেন। কাকাকে বাদ দিয়ে দলের সভাপতি হিসেবে নিজের নাম ঘোষণা করেন অজিত পওয়ার। দলের নাম ও প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন। শরদ গোষ্ঠীও গিয়েছে নির্বাচন কমিশনে। এখন মহারাষ্ট্র মন্ত্রিসভায় কাদের দাপট বেশি থাকে সেটাই দেখার।

আরও পড়ুন:বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সম*স্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

 

spot_img

Related articles

তাড়িয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত, পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক

স্থানীয় বিজেপি সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা না করে তাড়িয়ে দিয়েছেন। অথচ রাজনৈতিক মতভেদের উর্ধ্বে...

উন্নাও ধর্ষণ: সুপ্রিম কোর্টে জামিন খারিজ সেঙ্গারের, নির্যাতিতাকে আইনি সহযোগিতার বার্তা

দিল্লি হাই কোর্টের জামিনের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। উন্নাও ধর্ষণকাণ্ডে সিবিআই-এর করা মামলায় সুপ্রিম কোর্টে...

ক্যানিংয়ে MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলা, শিশুসহ আহত ৭!

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেডিয়ামে এমএলএ কাপের ফাইনালে (MLA Cup in Canning Stadium) চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ে ঠাসা স্পোর্টস...

মহানগরীতে মদ্যপ মহিলা যাত্রী, বেসামাল তরুণীকে নিরাপদে বাড়ি পৌঁছে মন জিতলেন ক্যাবচালক 

এটাই বাংলা, এটাই কলকাতা। দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহরে মহিলারা মধ্যরাতেও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন। এই...