Wednesday, November 12, 2025

বিজেপির স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে ল.ড়াই, বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

Date:

Share post:

পাটনার পরে বেঙ্গালুরু- বিরোধী জোটের বৈঠকে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বিকেল ৫টা নাগাদ SSKM-এ যান অভিষেক। সেখান থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ১৭-১৮ জুলাই বেঙ্গুলুরুতে (Bengaluru) বৈঠক। সেখানে উপস্থিত থাকবে তৃণমূল-সহ ২৪টি বিজেপি বিরোধীদল।

অভিষেক জানান, সিমলায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বেঙ্গালুরুতে করার সিদ্ধান্ত হয়। সেখানে তৃণমূল সভানেত্রী পাশাপাশি উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আপ-সহ বিভিন্ন দলে সর্বোচ্চ নেতৃত্ব। সেখানে তাঁরাই সিদ্ধান্ত নেবেন। এরপরেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যেভাবে বিজেপি সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এক একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। বিরোধীদের টাকা আটকে রাখছে, বিজেপির (BJP) সেই একনায়কতন্ত্র, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধেই আমাদের লড়াই। সেই কারণেই দলনেত্রী বলছেন, সবাইকে একজোট হয়ে এই স্বৈরাচারী বিজেপি সরকারকে সরাতে হবে।

নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় বৈঠকে বসেছিল ১৭টি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরিরা। ১৭ ও ১৯ জুলাই বেঙ্গালুরুতে ফের বৈঠক বসছে বিজেপি বিরোধী দলগুলি। সেই বৈঠকেও মমতার সঙ্গে উপস্থিত থাকবেন অভিষেকও।

আরও পড়ুন- ‘চন্দ্রযান ৩’-এর সফল উৎক্ষেপণ, চর্চায় ‘রকেট-মানবী’ ঋতু কারিধাল!

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...