Friday, January 30, 2026

মায়ামিতে পৌঁছে শপিংমলে মেসি, ইন্টার মায়ামির অনুষ্ঠানে বিশেষ অতিথি শাকিরা

Date:

Share post:

পিএসজি ছেড়ে সই করেছেন ইন্টার মায়ামিতে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি-জ্বরে ভুগছে গোটা আমেরিকা। মেসিকে বরণ করতে মায়ামিজুড়ে এই মুহূর্তে তুমুল উন্মাদনা। সাজ সাজ রব গোটা মায়ামিজুড়ে। আর্জেন্তাইন মহাতারকার নতুন ক্লাব ইন্টার মায়ামি জানিয়ে দিয়েছে, ১৬ জুলাই মেসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনা হবে। মেসিকে নিয়ে সেদিন জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের।

জানা যাচ্ছে, মেসি মাঠের মাঝে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন। সমর্থকদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন। এছাড়াও থাকছে বিনোদনের ঢালাও ব্যবস্থা। আর সূত্রের খবর, এই অনুষ্ঠানে গান গাইবেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। যদিও এই নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানান হয়নি।

এদিকে গত মঙ্গলবারই ভারতীয় সময় গভীর রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জি ও তিন সন্তানের সঙ্গে মায়ামির লভারডেলে পৌঁছান আর্জেন্তাইন মহাতারকা। আর্জেন্তিনার একটি টিভি চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে, প্রাইভেট জেট থেকে ফ্লোরিডা বিমানবন্দরে পা রাখছেন মেসি। আর বৃহস্পতিবার তাকে দেখা গেল ফ্লোরিডার একটি শপিং মলে। যেখানে একাই কেনাকাটা করতে বেরিয়েছেন মেসি। আর্জেন্তাইন সুপারস্টারকে দেখতে তাঁর আশেপাশে অনেকেই জড়ো হয়ে যান। ছবি তোলার অনুরোধ করতে থাকেন।

১৬ জুলাই মেসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনবে ইন্টার মায়ামি। আর সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুলাই নতুন ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে প্রথমবার মাঠে নামবেন মেসি। ওই ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুল।

আরও পড়ুন:সঠিক পথে হোক এশিয়ান গেমসের ট্রায়াল: দাবি জানিয়ে মোদি-শাহ-অনুরাগকে চিঠি মহিলা কুস্তিগিরদের একাংশের

 

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...