লেকটাউনে (Lake Town) দমকল কর্মীকে খুনের ঘটনায় এবার পুলিশের হাতে গ্রেফতার মাস্টারমাইন্ড আকাশ মল্লিক (Akash Mallick)। বৃহস্পতিবার লেকটাউনের গ্রিন পার্কে দমকলকর্মী খুনের (Lake Town Murder Case) ঘটনার দুই মূল অভিযুক্তকে ১২ ঘণ্টার মধ্যেই অ্যারেস্ট করেছিল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদেই আকাশের খোঁজ মিলেছে। খুনের ঘটনায় দুই শুটারকে আকাশ মল্লিক (Akash Mallick) নিজেই নির্দেশ দিতেন বলে জানা যায়। সোদপুরের ঘোলা (Ghola,Sodpur) এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

লেকটাউন গ্রীন পার্ক সারদা পল্লীতে নিজের বাড়ির কাছেই খুন হন স্নেহাশিস রায় (Snehasish Roy) নামে এক দমকল কর্মীI মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে ফেরার পর, ঠিক বাড়ির সামনেই স্নেহাশিসকে লক্ষ্য করে গুলি করেন দুষ্কৃতীরা। ব্যক্তিগত শত্রুতার কারণেই খুন বলে ধৃতরা স্বীকার করেছেন।
