Saturday, January 10, 2026

৬ হাজার বুথে কেন পুনর্নির্বাচনের দাবি? জেলাশাসকদের খতিয়ে দেখে রিপোর্ট দিত বলল কমিশন

Date:

Share post:

বঙ্গ বিজেপির নেতাদের আস্ফালনই সার। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) বাংলায় হালে পানি পেল না গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এখন হিংসা আর কারচুপির ধুঁয়ো তুলে মুখরক্ষার চেষ্টায় রাজ্যের বিজেপি নেতৃত্ব। নির্বাচনের পরেই কোথাও ভোট লুঠ, কোথাও ব্যালট বাক্স লুঠের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানায় বিরোধীরা। সেই দাবি মেনে, ১০ তারিখ ৬৯৬ বুথে পুনর্নির্বাচন করায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তারপরেই ফল প্রকাশের পরে আবার হিংসার অভিযোগ বিরোধীদল বিজেপির। ৬ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি ছিল তাদের। এবার সেই তালিকা জেলাশাসকদের কাছে পাঠাল কমিশন। খতিয়ে দেখে জেলাশাসকদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।

মনোয়ন জমা, প্রচার পর্ব ও ভোটের দিন রাজ্যে বিক্ষিপ্ত হিংসার খবর মেলে। ফলপ্রকাশের পরেও কয়েকটি জায়গায় রক্ত ঝরছে শাসক-বিরোধী দুপক্ষের। এই পরিস্থিতিতে জেলাশাসকদের নির্দেশ পাঠাল নির্বাচন কমিশন। ৯ জুলাই বিজেপির তরফে ইমেল করে একটি তালিকা দেওয়া হয়। বিজেপির দাবি ছিল, ৬ হাজার বুথে পুনর্নির্বাচন করাতে হবে। সেই তালিকা কমিশনের তরফে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থেকে একটি রিপোর্ট (Report) চেয়েছে কমিশন। জানতে চাওয়া হয়েছে, ৬ হাজার বুথের মধ্যে কোন কোন বুথে স্ক্রুটিনি য়েছে, পুনর্নির্বাচনের জন্য কতগুলি বুথের তালিকা পাঠানো হয়েছে? তালিকায় থাকা বুথগুলিতে পুনর্নির্বাচনের কোনও কারণ আছে কি না- সব বিষয়ে খতিয়ে দেখে কমিশনকে একদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে জেলাশাসকদের। সোমবার হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন মামলার শুনানি রয়েছে। তার আগেই বিজেপি করা অভিযোগের ভিত্তিতে ৬ হাজার বুথের সম্পর্কে জানতে চাইছে কমিশন।

 

 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...