১) কলকাতা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় মহমেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে হারাল ১-০ গোলে। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড।

২) উইম্বলডন মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা। ফাইনালে তিনি হারালেন তুরস্কের ওন্স জাবেউড়কে। ম্যাচের ফলাফল ৬-৪,৬-৪। আর এই জয়ের ফলে শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে রচিত হল ইতিহাস।
৩) ‘মোহনবাগানরত্ন ২০২৩’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। ছিল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভা। সেখানেই ঠিক হয় এবার মোহনবাগানরত্ন পাচ্ছেন গৌতম সরকার।

৪) ভারতীয় দলে ফিরলেন রিঙ্কু সিং। শুক্রবার এশিয়ান গেমসের জন্য ভারতের ছেলে এবং মেয়েদের ক্রিকেট দল ঘোষণা করে বিসিসিআই। ছেলেদের দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

৫) প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক।এশিয়ার ৩ সেরা রেফারিদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার এই রেফারি। শুধু তাই নয়, সব কিছু ঠিক থাকলে এই বছরেই চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর ছাড়পত্র পেতে পারেন তিনি।

আরও পড়ুন:ডেভিডের গোলে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে হারাল মহামেডান
