Tuesday, August 26, 2025

লাটাগুড়িতে বেসরকারি রিসোর্টে ঢুকল দলছুট দাতাল! উল্টে দিল পর্যটকের গাড়ি

Date:

Share post:

বেসরকারি রিসোর্টে ঢুকে পড়ল দলছুট দাতাল!দাতালের তাণ্ডবে লণ্ডভণ্ড ডুয়ার্সের লাটাগুড়ির একটি রিসোর্ট। রিসোর্টের বেশ কিছু গাছ নষ্ট করেছে হাতিটি। তবে এবার আর কাউকে হামলা নয়, রিসোর্টে দাঁড় করানো একটি গাড়িকে পুরোপুরি উল্টে দেয় হাতিটি। রবিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত পর্যটকরা।

আরও পড়ুন:নির্বাচিত সরকার ফেলে দেওয়া গণতন্ত্রবিরোধী! বঙ্গ বিজেপির ১৮০° উল্টো পথে দিলীপ

এর আগেও লোকালয়ে হাতি ঢুকে তছনছ করে যাওয়ার খবর পাওয়া গেছে। কখনও খাবার খেয়ে যাওয়া, কখনও গাছ নষ্ট করা বা কাউকে তাড়া তারার কীটনাশক নতুন নয়। কিন্তু এই প্রথমবার দাড়িয়ে থাকা কোনও গাড়িকে উল্টে দিল হাতি।বেসরকারি রিসোর্টে এধরণের ঘটনায় আতঙ্ক বেড়েছে পর্যটকদের।
এই সময়টায় কাঁঠাল খেতে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে হাতির দল।পাকা কাঁঠালের গন্ধে লোকালয়ে এসে কাঁঠাল খেয়ে ফের আবার জঙ্গলে চলে যায়।এবারও ঠিক তেমন ঘটনাও ঘটেছে। তবে রাতের বেলা গাড়ি রিসোর্টের ভেতরে দাঁড় করানো থাকায় সেটির দিকে ধেয়ে যায় দাতালটি। এই ঘটনা এর আগে খুব একটা দেখা যায়নি।

রবিবার রাতে একটি বেসরকারি রিসোর্টে ঢোকে হাতিটি। প্রথমে বেশ কিছু গাছ নষ্ট করে। পরে কাঁঠাল গাছে থাকা একের পর এক কাঁঠাল সাবার করে। তারপরই হঠাৎ রিসর্টে থাকা গাড়িটির দিকে তেড়ে যায় এবং গাড়িটিকে শুড় দিয়ে ধাক্কা মেরে উলটে দেয়। এর আগে এমন ঘটনা চাক্ষুষ করেননি লাটাগুড়ির বাসিন্দারাও বলে জানান রিসোর্টের মালিক তথা লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব জানান। তিনি জানান, রবিবার রাতে ওই রিসোর্ট থেকে তাণ্ডব চালানোর পর আশেপাশের বিভিন্ন বাড়িতে হানা দেয় হাতিটি। ওই বাড়ি গুলি থেকে কাঁঠাল খেয়ে ফের জঙ্গলে চলে যায় হাতিটি।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...