Wednesday, November 12, 2025

সারদাকাণ্ডে আমার সঙ্গে শুভেন্দুকে মুখোমুখি বসিয়ে জেরা করুক CBI: কুণাল

Date:

Share post:

সারদা কাণ্ডে আমার সঙ্গে শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari) মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। এমনই দাবি তুলে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। একইসঙ্গে জানালেন, সারদা মামলায়(Sarada Case) শুভেন্দু জেলে ঢুকবে, কিন্তু এজেন্সি যদি নিরপেক্ষ হয় তবে বের হতে পারবে না।

সারদা কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ্ত সেনের টাকা লেনদেনের তথ্য ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এই ইস্যুতে বিচারপতিকে চিঠিও লিখেছেন সুদীপ্ত সেন। এমনকি বিষয়টি নিয়ে সিবিআইকে তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত। এই ইস্যুকে তুলে ধরে সোমবার এক ভিডিও বার্তায় শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কুণাল ঘোষ বলেন, “সারদা মামলায় সুদীপ্ত সেনের সঙ্গে শুভেন্দু যোগ প্রকাশ্যে চলে এসেছে। কোথাও ব্যাঙ্ক ড্রাফট তো কোথাও নগদ টাকার মাধ্যমে লেনদেন হয়েছিল। আদালত ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছে। সেই জন্যই পাল্টা নাটক শুরু করেছে এই শুভেন্দু অধিকারী।” এর সঙ্গেই তিনি বলেন, “২০১৩ সাল থেকে এই মামলায় আমার কাঁধে বন্দুক রেখে আমার জীবন ধংস করার খেলা করছিল কয়েকজন। শুভেন্দুর কাছে যদি কোনও তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে এতদিন তদন্তকারীদের দিল না কেন? ২০১৪ সালে সিবিআই ওকে জেরা করে, তখন কেন দিল না? তার পরিবর্তে বাঁচতে অমিত শাহের পা ধরে চলে গেল বিজেপিতে।”

এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে মুখোমুখি জেরার আবেদন জানিয়ে কুণাল বলেন, “আমার স্পষ্ট বক্তব্য, শুভেন্দু অধিকারির যদি সৎ সাহস থাকে সিবিআইকে আমি অনুরোধ করব আমার সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক শুভেন্দু অধিকারীকে। এর আগেই একাধিক জনের সঙ্গে আমাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। শুভেন্দুর সঙ্গেও হোক। তদন্তকারীদের কাছে অনুরোধ, শুভেন্দুকে কোনওরকম বাড়তি সুযোগ দেবেন না। ও কাঁথির নথি আনুক। শুভেন্দু জেলে ঢুকবে। কিন্ত এজেন্সি যদি নিরপেক্ষ থাকে তবে বের হতে পারবে না।”

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...