Thursday, August 28, 2025

মালদহে দুটি সিল করা ব্যালট বক্স ঘিরে ধোঁয়াশা, আসল না নকল খতিয়ে দেখছে কমিশন

Date:

Share post:

এ বারের পঞ্চায়েত ভোটে প্রায় সাতশো বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট সূত্রের খবর, সেগুলির যে ফলাফল সামনে এসেছে, তাতে জয়জয়কার শাসক দল তৃণমূলেরই।

এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মালদহে দেখা মিলল সিল করা দুটি ব্যালট বক্সের। বিরোধীদের অভিযোগ , এই ব্যালট বক্স দুটি গোনাই হয়নি। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের অভিযোগ, ব্যালট বক্স বিডিওর অধীনে থাকার কথা। তাই এর দায় তিনি এড়াতে পারেন না। কিন্তু প্রশ্ন উঠেছে, আদৌ এই ব্যালট বক্সগুলি আসল নাকি নকল।
যদিও ইতিমধ্যেই নির্বাচন কমিশন ব্যালট বক্স দুটিকে বাজেয়াপ্ত করেছেন এবং খতিয়ে দেখা হচ্ছে আদৌ পঞ্চায়েত ভোটের সঙ্গে এই ব্যালট বক্সের কোনও যোগসূত্র আছে কিনা। নাকি শুধুমাত্র পরিস্থিতি জটিল করার জন্যই কেউ ইচ্ছাকৃতভাবে নকল ব্যালট বক্স রেখে গিয়েছিলেন।

বিরোধীদের বক্তব্য, গণনা নিয়ে জালিয়াতি হয়েছে এটা তার প্রমাণ। যদিও তৃণমূল সূত্রের বক্তব্য, মানুষের রায় তাদের পক্ষেই যে রয়েছে।

প্রসঙ্গত , গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পরের দিনই ৯ জুলাই যাচাই-প্রক্রিয়ায় ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। ওই দিন রাতে সংশ্লিষ্ট জেলাগুলিকে সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে ১০ জুলাই পুনর্নির্বাচন হয় সেই বুথগুলিতে।

 

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...