Monday, August 25, 2025

ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া অধ্যায়! পিছিয়ে পড়ল চিন- পাকিস্তান

Date:

Share post:

ফের হাতে হাত ভারত- বাংলাদেশের (India v/s Bangladesh)। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চালু হয়েছে ভারতীয় মুদ্রায় (Indian Currency)। আগামী মাস দুয়েকের মধ্যেই আরও কিছু সুযোগ সুবিধা যুক্ত হতে চলেছে। বড় খবর দিল্লির (Delhi)আর্থিক সহায়তায় একাধিক প্রকল্প চালু করতে চলেছে ঢাকা (Dhaka)। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ (G-20)ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ভারত বর্তমানে ওই গোষ্ঠীর সভাপতি পদে আসীন। বাংলাদেশ জি-২০-র সদস্য নয় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)দুই দেশের সম্পর্কের মর্যাদা দিতে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina)বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-২ এর পর ৬৫-কিলোমিটার খুলনা-মংলা বন্দর রেলওয়ে এবং আখাউড়া এবং আগরতলা রেলওয়ে লিঙ্কেরও উদ্বোধন হবে। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রকল্পগুলির সূচনা করবেন বলে মনে করা হচ্ছে। ভারত-বাংলাদেশের একের পর এক পদক্ষেপে কার্যত পিছিয়ে পড়েছে পাকিস্তান- চিন।

‘ভিশন ২০৪১’ নামে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে ভারতের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। বাংলাদেশ সরকারের আশা যে জি-২০ সম্মেলনে ভারত গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে গ্লোবাল সাউথের কথা বলবে। এছাড়া ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির অনুমতিও দিয়েছে ভারত সরকার। মঙ্গলবারের বৈঠকে ভারতকে ধন্যবাদ জানিয়ে হাসিনা জানান ভারত একই ধরণের সহযোগিতা ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্যও করবে। নয়া দিল্লি সূত্রে খবর, ভারতীয় রুপির পাশাপাশি এরপর বাংলাদেশি টাকাতেও দু-দেশের মধ্যে বাণিজ্য লেনদেন শুরু হবে। রুপি কার্ড এবং টাকা কার্ড চালু করা নিয়ে কথা বার্তা প্রায় পাকা। ৬৫ কিলোমিটার দীর্ঘ খুলনা-মংলা বন্দর আখাউড়া বাংলাদেশ এবং আগরতলা ভারত রেলওয়ে লিঙ্ক প্রকল্পে ভারত সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। কূটনৈতিক মহল দাবি করছে যে এর ফলে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে। তাতে কিছুটা হলেও বিপাকে পড়তে পারে পাকিস্তান ও চিন। সাম্প্রতিক কালে অরুণাচল দখল নিয়ে লাল ফৌজের দেশের সঙ্গে নয়া দিল্লির সংঘাত শুরু হয়েছে। পাকিস্তানকে কোনও সহায়তা না করার কথা আগেই জানিয়েছে ভারত। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক যত বাড়বে, শত্রু দেশের কপালে ততই বাড়ছে চিন্তার ভাঁজ।

 

 

spot_img

Related articles

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...