Sunday, August 24, 2025

ডবল ইঞ্জিন মণিপুরের ব্যর্থতা ঢাকতে বাংলা নিয়ে মিথ্যাচার: বিজেপিকে তোপ সায়নীর

Date:

Share post:

গত ৩ মাস ধরে মণিপুর জ্বলছে, অথচ হিংসা থামাতে কোন উদ্যোগ না নিয়ে বিজেপি নেতারা ব্যস্ত ভুয়ো খবর তুলে ধরে বাংলার বদনামে। সম্প্রতি পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ তুলে দেখা গিয়েছে বিজেপি সাংসদ লোকেটের চোখে। এই প্রসঙ্গ তুলেই এবার ডবল ইঞ্জিনের মণিপুর নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। জানালেন, “নিজেদের ব্যর্থতা আড়াল করতে মরিয়া হয়ে বাংলা নিয়ে ভুয়ো খবর প্রচার করছে বিজেপির নেতা মন্ত্রীরা।”

এদিন টুইটারে তো দেগে সায়নী লেখেন, “বিজেপি ও এর মন্ত্রীরা মনে হয় পুরোপুরি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারের দ্বিগুণ ব্যর্থতা আড়াল করার জন্য তাদের নিছক মরিয়া হয়ে বাংলা ও অন্যান্য বিরোধী রাজ্য সম্পর্কে ভুয়ো খবর তৈরি ও প্রচার করে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে!”

পাশাপাশি তিনি আরো লেখেন, “একেবারে অজ্ঞাত নারী ও শিশু সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী মহাশয়া, ‘মাগারমাছ কে আনসু’ খ্যাতির সাংসদ মহাশয়া এবং ‘গোলি মারো’ খ্যাতির মন্ত্রিজিকে অনুরোধ করছি দেশে বক্তৃতা দেওয়া বন্ধ করুন এবং তাদের বসদের মতোই চুপ থাকুন!”

প্রসঙ্গত, ইতিমধ্যে মণিপুর নিয়ে সংসদে সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে। এদিকে পঞ্চায়েত হিংসা নিয়ে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে মণিপুর ইস্যু থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে কাঁদতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নজর ঘোরানোর চেষ্টায় কোনও জায়গা থেকে খামতি রাখছে না গেরুয়া শিবির। এ বিষয়ে তাদের হাতিয়ার হয়ে উঠেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার অভিযোগ। কিন্তু বাস্তব সত্যিটা এটাই যে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি তৃণমূল নেতা কর্মী মৃত্যু হয়েছে। এই ইস্যুতেই এবার বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূল যুবনেত্রী সায়নী।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...