Sunday, November 9, 2025

বিরোধী জোট I.N.D.I.A কে নিশানা, জ*ঙ্গি গোষ্ঠীর সঙ্গে বেনজির তুলনা প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়ে এ বার নিষিদ্ধ জঙ্গি দল ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী। এমনকী তুলনা টানলেন ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও। বললেন, ‘‘ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না।’’

সংসদে বাদল অধিবেশন চলছে। মণিপুর নিয়ে বিরোধীদের লাগাতার বিক্ষোভে অচল সংসদ।দফায় দফায় মুলতুবি হয়ে যাচ্ছে বাদল অধিবেশন। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব ‘ইন্ডিয়া’। এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে বিরোধী জোট। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানীতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই বিরোধী জোটকে কটাক্ষ করেন মোদি। সংসদীয় দলের বৈঠকে মোদি বলেন, ‘‘ইন্ডিয়া নাম নিলেই কিছু হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতেও ‘ইন্ডিয়া’ শব্দ ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ‘ইন্ডিয়া’র নাম রয়েছে।’’

আরও এককদম এগিয়ে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, ২০২৪ সালে আমরাই ক্ষমতায় ফিরছি। প্রধানমন্ত্রী মোদি একটি বিবৃতি দিয়েছেন যে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছেন এক জন বিদেশি। এখন ইন্ডিয়ান মুজাহিদিন, ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের মতো নাম নিচ্ছেন লোকেরা।

প্রসঙ্গত, ২০২৪ সালে লোকসভা নির্বাচন। মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিজেপি বিরোধী দলগুলি। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে জোটের নাম ‘ইন্ডিয়া’ (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়ান্স) ঠিক করা হয়েছে। বিরোধীদের জোট নিয়ে এই প্রথম আক্রমণ করলেন না মোদি।এর আগে তিনি বলেছিলেন, ‘‘নব্বইয়ের দশক থেকেই দেশে অস্থিরতা তৈরি করতে রাজনৈতিক জোটকে ব্যবহার করেছে কংগ্রেস। কখনও সরকার বানিয়েছে, কখনও ফেলেছে।নেতিবাচক কর্মসূচির উপর গড়ে ওঠা কোনও জোট সফল হতে পারে না। ওটা তো দুর্নীতি এবং পরিবারতন্ত্রের জোট। কেউ দুর্নীতিতে অভিযুক্ত হলেই বিরোধী জোটে প্রবেশাধিকার পেয়ে যান।’’

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, ‘ইন্ডিয়া’ নামকরণ নিয়ে কৌশলে মোদি সরকারকে ‘চাপে’ ফেলেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী বার বার বলেন ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান। এ বার সেই ‘ইন্ডিয়া’ শব্দটিই পদ্মশিবিরের অস্বস্তি বেড়েছে। ‘ইন্ডিয়া’র বিরুদ্ধে কী ভাবে লড়বে মোদি বাহিনী— এমনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধীরা। এই আবহে মঙ্গলবার মোদির কটাক্ষ বাড়তি মাত্রা যোগ করল পুরো বিষয়টিতে।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...