Tuesday, August 26, 2025

ভারত-পাক ম্যাচের দিনবদল! বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

Date:

Share post:

হাইভোল্টেজ ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় উঠে আসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের নাম। একজন নীল জার্সি অন্যজন সবুজ। কাঁটাতারের দুই পাড়ের শত্রুতা খেলোয়াড়দের মনে না থাকলেও অনুরাগীদের মনে রয়েই গেছে। তাই ভারত পাকিস্তান (India Pakistan Match)ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা সঙ্গে বাড়তি নিরাপত্তাও। ক্রিকেটের বিশ্বযুদ্ধে এই দুই দলের সম্মুখ সমর দেখার চাহিদা সবচেয়ে বেশি। ICC এর তরফ থেকে প্রকাশিত বিশ্বকাপ সূচি (World Cup Schedule) অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ (India Pakistan cricket match) হওয়ার কথা। তবে এবার জানা যাচ্ছে যে সেই ম্যাচ পিছিয়ে যেতে পারে।

গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তানের খেলার কথা। কিন্তু ঐদিন থেকে নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই, গুজরাট জুড়ে নবরাত্রির একটা বিশেষ উন্মাদনা থাকে। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। হাইভোল্টেজ ম্যাচে হাইপ্রোফাইল দর্শক অতিথিরা আসবেন দেশ বিদেশ থেকে। তাই সবদিক ভেবে স্থান বা দিন পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন বোর্ড কর্তারা। যদিও স্থান পরিবর্তনের সম্ভাবনা তাই নেই বললেই চলে। মঙ্গলবার রাতে বোর্ডের সচিব জয় শাহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সব রাজ্য সংস্থাকে নয়াদিল্লিতে একটি বৈঠকে ডাকেন। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

 

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...