Thursday, August 28, 2025

বন্দেভারতে ফের কেলে*ঙ্কারি, এবার রুটিতে মিলল আর*শোলা!

Date:

Share post:

গর্ব করে দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু অহঙ্কারের বেলুন অনেক আগেই ফুটো হয়ে গেছে। যাত্রার প্রথম দিন থেকেই বিপাকে বন্দেভারত। কখনও এসি বিকল, কখনও ছাদ থেকে জল পড়ছে। আবার কখনও ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। বেশি দাম দিয়ে টিকিট কেটে যদি সঠিক পরিষেবা না মেলে তাহলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। এবার বিতর্ক ট্রেনের খাবার নিয়ে। এর আগেই বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। কিছুদিন আগে পরোটায় পোকার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার বন্দেভারত ট্রেনে (Vande Bharat Express)রুটিতে আরশোলা পাওয়া গেল। এবারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে আইআরসিটিসি (IRCTC)। এক যাত্রী খাবারের আরশোলা থাকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপরে ভারতীয় রেলে খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এমনকি এই ঘটনায় আইআরসিটিসি (IRCTC)পরিষেবা প্রদানকারীকে বেশ মোটা জরিমানা করা হয়েছে বলে খবর।

বন্দেভারতের খাবারে আরশোলা- এই খবর প্রকাশ্যে আসার পরই একগুচ্ছ অভিযোগ ধেয়ে আসে রেলের দিকে। এমনিতেই করমণ্ডল দুর্ঘটনা বুঝিয়ে দিয়েছে যে যাত্রী সুরক্ষা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে ভারতীয় রেল। এবার খাবারেও এত অবহেলা! গত ২৪ জুলাই রানি কমলাপতি (হাবিবগঞ্জ) হজরত নিজামুদ্দিন বন্দেভারত এক্সপ্রেসে এক যাত্রী আইআরসিটিসির খাবারে একটি আরশোলা দেখতে পান। তিনি খাবারের একটি ছবি তোলেন এবং টুইটারে শেয়ার করেন। যাত্রীর টুইটের ফলে আইআরসিটিসির তরফে ক্ষমা চাওয়া হয়। যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খাবার তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই মর্মে জানান, এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় ওই সংস্থাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এমনকি বন্দে ভারতের রান্নাঘরে নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...