Monday, November 17, 2025

বন্দেভারতে ফের কেলে*ঙ্কারি, এবার রুটিতে মিলল আর*শোলা!

Date:

Share post:

গর্ব করে দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু অহঙ্কারের বেলুন অনেক আগেই ফুটো হয়ে গেছে। যাত্রার প্রথম দিন থেকেই বিপাকে বন্দেভারত। কখনও এসি বিকল, কখনও ছাদ থেকে জল পড়ছে। আবার কখনও ট্রেনে পাথর ছোড়া হচ্ছে। বেশি দাম দিয়ে টিকিট কেটে যদি সঠিক পরিষেবা না মেলে তাহলে ক্ষোভ হওয়া স্বাভাবিক। এবার বিতর্ক ট্রেনের খাবার নিয়ে। এর আগেই বেশ কয়েকবার অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। কিছুদিন আগে পরোটায় পোকার ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। এবার বন্দেভারত ট্রেনে (Vande Bharat Express)রুটিতে আরশোলা পাওয়া গেল। এবারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে আইআরসিটিসি (IRCTC)। এক যাত্রী খাবারের আরশোলা থাকার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপরে ভারতীয় রেলে খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। এমনকি এই ঘটনায় আইআরসিটিসি (IRCTC)পরিষেবা প্রদানকারীকে বেশ মোটা জরিমানা করা হয়েছে বলে খবর।

বন্দেভারতের খাবারে আরশোলা- এই খবর প্রকাশ্যে আসার পরই একগুচ্ছ অভিযোগ ধেয়ে আসে রেলের দিকে। এমনিতেই করমণ্ডল দুর্ঘটনা বুঝিয়ে দিয়েছে যে যাত্রী সুরক্ষা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে ভারতীয় রেল। এবার খাবারেও এত অবহেলা! গত ২৪ জুলাই রানি কমলাপতি (হাবিবগঞ্জ) হজরত নিজামুদ্দিন বন্দেভারত এক্সপ্রেসে এক যাত্রী আইআরসিটিসির খাবারে একটি আরশোলা দেখতে পান। তিনি খাবারের একটি ছবি তোলেন এবং টুইটারে শেয়ার করেন। যাত্রীর টুইটের ফলে আইআরসিটিসির তরফে ক্ষমা চাওয়া হয়। যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং খাবার তৈরির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। পশ্চিম সেন্ট্রাল রেলওয়ের মুখপাত্র এই মর্মে জানান, এই ত্রুটির জন্য দায়ী সংস্থাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় ওই সংস্থাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এমনকি বন্দে ভারতের রান্নাঘরে নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে।

 

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...