Wednesday, January 14, 2026

মণিপুর সফরে INDIA’র ২৬ সদস্যের প্রতিনিধি দল, থাকছেন তৃণমূলের সুস্মিতাও

Date:

Share post:

তিন মাস ধরে আগুন জ্বলছে উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুরে(Manipur)। অথচ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার। এ অবস্থায় সম্প্রতি মণিপুরের ভয়াবহ দুর্দশা দেখে এসে রিপোর্ট দিয়েছে তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। এবার মণিপুর পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছেন ইন্ডিয়া জোটের ২৬ সদস্যের প্রতিনিধিদল। আগামী ২৯ এবং ৩০ জুলাই ইন্ডিয়া জোটের এই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকছেন থাকবেন সুস্মিতা দেব(Susmita Dev)।

জানা গিয়েছে, ২৯ জুলাই শনিবার সকাল ৮.৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে রওনা হবে প্রতিনিধি দল। মণিপুর পৌঁছে প্রতিনিধি দল প্রথমেই যাবে ইম্ফল ভ্যালিতে সেখান থেকে যাবেন চুরাচাঁদপুরে। ৩০ জুলাই রবিবার প্রতিনিধিরা সেখান থেকে ফিরবেন। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৃহস্পতিবার সকালের বৈঠকে স্থির হয় সদস্যদের নাম এবং দিনক্ষণ।

লাগাতার খুন, ধর্ষণ ও নারী নির্যাতনে সংবাদ শিরোনামে উঠে আসা মণিপুরের পরিস্থিতি এখন নরকের চেয়েও খারাপ। দেশজুড়ে এই ইস্যুতে শোরগোল পড়ার সঙ্গে সংসদেও বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মনিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের দাবিতে প্রতিবাদের পদক্ষেপ হিসাবে ইন্ডিয়া জোট ২৬ জুলাই সংসদে কয়েকদিনের অচলাবস্থার পরে অনাস্থা প্রস্তাব পেশ করে। সেটি লোকসভার স্পিকার ওম বিড়লা দ্বারা গৃহীত হয় এবং তিনি জানিয়েছিলেন যে লোকসভার নেতাদের সাথে আলোচনা করার পরেই প্রস্তাবটি নিয়ে আলোচনা করার তারিখ এবং সময় নির্ধারণ করবেন তিনি । নিম্নকক্ষের সাংসদরা মণিপুর হিংসার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন এবং আলোচনার দাবি জানান।

spot_img

Related articles

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...